Advertisement
Advertisement

Breaking News

অপেক্ষার অবসান, কন্যা সন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া

মা ও মেয়ে দু'জনেই সুস্থ বলে খবর।

Neha And Angad welcome baby girl
Published by: Sulaya Singha
  • Posted:November 18, 2018 12:59 pm
  • Updated:November 18, 2018 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। রবিবার সকালে মুম্বইয়ের মহিলা হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। মা ও মেয়ে দু’জনেই সুস্থ বলে খবর।

বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ধুপিয়া? এ নিয়েই নেটদুনিয়ায় চর্চা ছিল তুঙ্গে। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সেকথা মেনেও নিয়েছিলেন অঙ্গদ বেদি৷ জানিয়েছিলেন, শীঘ্রই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। এমন সুখবর পেয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন পরিচালক করণ জোহর, অভিনেতা রীতেশ দেশমুখ-সহ বলি দুনিয়ার তারকারা। অবশেষে সেই দিনটি এসে গেল৷ তাও আবার বিয়ের ছ’মাসের মাথাতেই৷ রবিবার সকালেই কন্যা সন্তানের জন্ম দেন নেহা৷

Advertisement

[সোনালি-ইরফানের পর ক্যানসারে আক্রান্ত নাফিসা আলি]

২০০২ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন নেহা ধুপিয়া৷ তারপরই হিন্দি ছবির জগতে যাত্রা শুরু৷ অভিনয়ের ফাঁকে মন দেওয়া-নেওয়ার পালাও সেরে ফেলেন তিনি৷ জীবনসঙ্গী হিসাবে বেছে নেন কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অভিনেতা অঙ্গদ বেদিকে৷ চলতি বছর সোনমের বিয়ে নিয়ে যখন মেতে উঠেছিল গোটা বি-টাউন, ঠিক তখনই ১০ মে চুপিসারে চারহাত এক হয় নেহা-অঙ্গদের৷ বিয়ের কয়েক মাস পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে গর্ভবতী নেহার একের পর এক ছবি। এবার নতুন অতিথির আগমনে খুশি তারকা কাপল৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Here’s to new beginnings … #3ofUs …. 🤰👼 #satnamwaheguruੴ

A post shared by Neha Dhupia (@nehadhupia) on

সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টেনিসতারকা সানিয়া মির্জা। শোয়েব ও সানিয়া নিজেদের সন্তানের নাম রাখেন ইজহান মির্জা মালিক। তাঁর ছবিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এদিকে কিছুদিন আগেই নিজেদের দ্বিতীয় সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। ফর্সা-মিষ্টি জেইনে মজেছিল নেটদুনিয়া৷ এবার নেহা-অঙ্গদের কন্যাকে দেখার অপেক্ষায় তাঁদের অনুরাগীরা৷

[রাজকীয় বিয়ে সেরে মুম্বইয়ে ফিরলেন দীপবীর, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement