Advertisement
Advertisement
শাহরুখ খান

‘বার্ড অফ ব্লাড’-এর ট্রেলারে বিব্রত পাকিস্তান, রাওয়ালপিণ্ডির রোষের মুখে শাহরুখ

‘কল্পনা ছেড়ে বাস্তবে ফিরুন’, টুইটে বলিউড বাদশাকে একহাত নিলেন পাক সেনার আধিকারিক৷

Pakistan Army Major General basts over SRK on ‘Bard of Blood’
Published by: Tanujit Das
  • Posted:August 24, 2019 5:09 pm
  • Updated:August 24, 2019 5:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে শাহরুখ খান প্রযোজিত নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘বার্ড অফ ব্লাড’-এর ট্রেলার৷ বালোচিস্তানে চার ভারতীয় গুপ্তচরের আটকে পড়া এবং তাঁদের উদ্ধার, এই প্রেক্ষাপটে তৈরি ছবিটিতে নজর কেড়েছেন অভিনেতা ইমরান হাশমি৷ নেটিজেনদের প্রশংসা কুড়লেও, শুরুতেই পাক সেনার ক্ষোভের মুখে পড়তে হল ‘বার্ড অফ ব্লাড’কে৷ ওয়েব সিরিজটির ট্রেলার দেখেই টুইটারে কিং খানকে একহাত নিল পাক সেনার মেজর জেনারেল আসিফ গফুর৷

[ আরও পড়ুন: ‘ট্রানজিস্টর ভেঙে ম্যাগনেট আবিষ্কার করেছিলাম’, অকপট অক্ষয় কুমার]

Advertisement

শাহরুখের টুইট করা ‘বার্ড অফ ব্লাড’-এর ট্রেলারটি রিটুইট করে এই পাক সেনা আধিকারিক৷ এরপর সে লেখে, কল্পনার জগত থেকে সরে এসে বাস্তব পরিস্থিতির দিকে নজর দিন৷ ‘র’-এর গুপ্তচর কুলভূষণ যাদব, উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের অবস্থা দেখুন৷ শান্তি ও সম্প্রীতির বিষয়ে আপনি ভাবিত হলে, ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের নৃশংসতা এবং আরএসএসের মতো হিন্দুত্ববাদীদের নার্সিজম নিয়ে মুখ খুলুন আপনি৷ জানা গিয়েছে, ওয়েব সিরিজটিতে কবীর আনন্দ নামে এক প্রাক্তন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি৷ নোংরা রাজনীতির শিকার হয়ে তাঁকে ‘র’ ছাড়তে হয়। এরপর মুম্বইয়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শেক্সপিয়রের কাব্য পড়ান কবীর। কিন্তু দেশের দুর্দিনে র-এর ভরসা হয়ে ওঠেন তিনি৷ বালোচিস্তানে পাকড়াও হওয়া চার ভারতীয় গুপ্তচরকে উদ্ধারের জন্য তাঁকে বেছে নেন গোয়েন্দারা। তবে তিনি একা নন। তাঁর সঙ্গে আরও দুই গুপ্তচরকে পাঠানো হয় এই অভিযানে। ইশা ও বীর। এই দুই চরিত্রে অভিনয় করছেন সবিতা ধুলিপালা ও বিনীত কুমার সিং। তাদের জার্নি ও মিশন নিয়েই ওয়েব সিরিজ ‘বার্ড অফ ব্লাড’।

Advertisement

[ আরও পড়ুন: মনুষ্যত্বের গল্প ‘গোত্র’, ফের সময়োপোযোগী ছবি নির্মাণ শিবু-নন্দিতার ]

২৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই ওয়েব সিরিজটি। যাতে থাকছে সাতটি এপিসোড৷ এই ওয়েব সিরিজে ইমরান হাশমি, সবিতা ধুলিপালা ও বিনীতা কুমার সিং ছাড়াও অভিনয় করেছেন কৃতী কুলহারি, জয়দীপ আহলাওয়াত ও রজিত কাপুর। এবং এটি পরিচালনা করেছেন ‘তিন’ ছবির পরিচালক রিভু দাশগুপ্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ