সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই নাগ অশ্বিনের নতুন ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র ঝলক হইচই ফেলে দিয়েছে গোটা দেশে। অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিতে আলাদা করে নজর কেড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই আলোচনায় এই ছবিতে তাঁর লুক। জানা গিয়েছে, ‘কল্কি ২৮৯৮ এডি’তে শাশ্বতকে দেখা যাবে খলনায়কের চরিত্রে। তা টলিউড, বলিউড পেরিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি পা দিয়ে কেমন কদর পেলেন বাংলার শাশ্বত?
View this post on Instagram
শাশ্বত জানিয়েছেন, ”বাপরে, এই ছবিতে প্রভাস, অমিতাভ ও দীপিকার বিপরীতে আমি খলনায়ক। প্রচুর অ্য়াকশন। দক্ষিণী ছবিতে কী ধরনের অ্য়াকশন হয়, তা বাক্য়ে বোঝান সম্ভব নয়। আমি যে পোশাকটা পরেছি, সেটার ওজনই প্রায় পাঁচ কেজি! এই ভারী পোশাকেই অ্যাকশন করতে হয়েছে।”
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে গিয়ে শাশ্বত জানালেন, ”খুবই আদর যত্ন পেয়েছি। অভিনেতাদের স্বাচ্ছন্দ্যের প্রতি ইউনিটের এতটাই নজর যে প্রত্যেক অভিনেতা নিজে থেকেই ২০০ শতাংশ উজাড় করে দেন। ওই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু শেখার রয়েছে। ওরা ইন্ডাস্ট্রির উন্নতিতে সবাই মিলে আনন্দ করে। অন্যর উন্নতি দেখলে, টেনে নামায় না। ”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.