Advertisement
Advertisement

Breaking News

নানা-তনুশ্রী বিতর্কে শক্তি কাপুরের মন্তব্যে হেসে খুন সাংবাদিকরা

জানেন, কী বলেছেন এই অভিনেতা?

Shakti Kapoor's reaction on Nana Patekar and Tanushree Dutta's controversy
Published by: Sayani Sen
  • Posted:October 2, 2018 9:37 pm
  • Updated:October 2, 2018 9:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা পাটেকর এবং তনুশ্রী দত্ত নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ সপ্তাহখানেক আগে নিজে মুখেই নানার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব হন বাঙালী অভিনেত্রী৷ তারপর থেকেই দুজনকে নিয়ে কানাঘুষো চলছে৷ এই ঘটনা নিয়ে যদিও প্রকাশ্যে মুখ খুলতে চাননি বিগ বি কিংবা আমির খান কেউই৷ এবার তাঁদেরই রাস্তায় হাঁটলেন শক্তি কাপুরও৷ যৌন হেনস্তার প্রসঙ্গে তাঁর কিছুই জানা নেই বলেই দাবি করলেন এই অভিনেতা৷

[মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে আইএসের সঙ্গে তুলনা তনুশ্রীর]

বেশ কয়েকদিন ধরেই বিদেশে ছিলেন শক্তি কাপুর৷ দেশে ফিরতেই সাংবাদিকরা ঘিরে ধরে তাঁকে৷ তনুশ্রী দত্ত ও নানা পাটেকরের যৌন হেনস্তার প্রসঙ্গে প্রশ্ন করা হয় অভিনেতাকে৷ বিদেশে ছিলেন বলেই, গোটা ঘটনাই তাঁর অজানা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমে এই উত্তরই দেন তিনি৷ কিছু সাংবাদিকরা তাঁকে ছেড়ে দেওয়ার পাত্র নন৷ তিনি না জানলে কী হবে, তনুশ্রী ও নানা প্রসঙ্গটি সাংবাদিকরাই বুঝিয়ে বলেন শক্তি কাপুরকে৷ এরপরের উত্তরে যদিও হেসে ওঠেন সকলেই৷ বাঙালি অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, যৌন হেনস্তার ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালে৷ আজ থেকে প্রায় দশ বছর আগের কথা তুলে ধরে অভিনেতা জানান তিনি নাকি সেই সময় ছোট ছিলেন৷ তাই এ প্রসঙ্গে আর যাই হোক, তাঁর মন্তব্য করা উচিত নয়৷ শক্তি কাপুরের এমন প্রতিক্রিয়ায় হাসি থামাতে পারেন না কেউই৷ এভাবেই সুকৌশলেই নানা-তনুশ্রী যৌন হেনস্তা ইস্যুতে নিজেকে সামলান শক্তি৷

Advertisement

[পোশাক খুলতে বলেছিলেন বিবেক অগ্নিহোত্রী, বিস্ফোরক তনুশ্রী]

তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর যৌন হেনস্তা করে৷ এমনকী মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে দিয়ে তাঁকে মারধর করানো হয় বলেও অভিযোগ৷ এই অভিযোগ সামনে আসার পর থেকেই চলছে কাদা ছোঁড়াছুঁড়ি৷ তনুশ্রী যখন যৌন হেনস্তার অভিযোগে সরব, তখন নানা সেই দাবি নস্যাৎ করেছেন৷ অভিনেত্রীর কাছে আইনি নোটিসও পাঠিয়েছেন নানা পাটেকর৷ তবে এই কঠিন পরিস্থিতিতে বলিউডের অনেকেই যদিও তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ