Advertisement
Advertisement
Hina Khan

ক্যানসারযুদ্ধের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হিনা, ‘যোদ্ধা’র পিঠ চাপড়ালেন সলমন

'বিগ বস'-এর মঞ্চে ক্যানসার আক্রান্ত হিনা খানের চোখে জল।

Bigg Boss 18: Hina Khan breaks down as Salman Khan mentions her cancer battle on
Published by: Sandipta Bhanja
  • Posted:November 23, 2024 3:38 pm
  • Updated:November 23, 2024 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। চলছে কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপ। লড়াই সহজ নয় জেনেও অদম্য মনের জোর হিনা খানের (Hina Khan)। শরীরে কর্কটরোগ থাবা বসালেও মানসিক শক্তি এতটুকু টলাতে পারেনি। তাই তো এই অসুস্থ শরীরেও কখনও মার্জার সরণিতে কনে সাজে বাজিমাত করছেন তো আবার কখনও বা বিদেশভ্রমণে গিয়ে জীবনীশক্তির পাঠ দিচ্ছেন অভিনেত্রী। এসবের মাঝেই সম্প্রতি ফের একবার ‘বিগ বস’-এর মঞ্চে (Bigg Boss 18) পৌঁছে গেলেন। সেখানেই সঞ্চালক সলমন খানের (Salman Khan) মুখে নিজের ক্যানসারযুদ্ধের কথা শুনে কেঁদেই ফেললেন হিনা খান।

‘বিগ বিস’-এর মঞ্চে যে আরও একবার হিনা খানকে দেখা যাবে, তা আগেভাগেই জানা গিয়েছিল। কেমোর যন্ত্রণার মাঝেই সলমনের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন তিনি। তবে এবার আর প্রতিযোগী নন, বরং ‘উইকএন্ডে কা বার’ এপিসোডে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন হিনা খান। মঞ্চে তাঁকে আহ্বান জানানোর সময়ে ভাইজানকে বলতে শোনা যায়, এবার আমি বাস্তবজীবনের এক যোদ্ধা, হিনা খানকে ডেকে নেব। সেই ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠেই অভিনেত্রীকে বলতে শোনা যায় এই রিয়ালিটি শোয়ের প্রতিযোগী হয়ে জীবনের কোন চরম বাস্তবের পাঠ তিনি পেয়েছেন। হিনা জানালেন ‘বিগ বিস’-এ প্রতিযোগিতাই নাকি তাঁর মানসিক শক্তি বাড়িয়েছে। অভিনেত্রীর মন্তব্য, “দারুণ একটা সফর ছিল। যা আমাকে মনের জোর বাড়াতে সাহায্য করেছে। এমনকী ‘শের খান’ বলে উপাধিও আমি এখান থেকেই পেয়েছি।”

Advertisement

এরপরই ভাইজানের মুখে শোনা যায়, হিনা খানের ক্যানসারযুদ্ধের কথা। তিনি বলেন, “তুমি সমস্ত চ্যালেঞ্জের সঙ্গে যুদ্ধ করছ। চিন্তা কোরো না তুমি একশো শতাংশ ভালো হয়ে যাবে।” সলমন খানের মুখে একথা শুনেই হিনার দু গাল ছাপিয়ে চোখের জল গড়িয়ে পড়ে। পাশেই দাঁড়িয়ে তাকা বলিউড সুপারস্টার অভিনেত্রীকে সান্ত্বনাও দেন। প্রসঙ্গত, ‘বিগ বস ১১’ সিজনে নজর কেড়েছিলেন হিনা। তবে সেরার মুকুট তাঁর মাথায় ওঠেনি। সেই মরশুমে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্ডে। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়েই এবার ‘বিগ বস’-এর মঞ্চে অতিথি হিসেবে হিনা। অভিনেত্রীর জীবনের গল্প যেন সিনেমাকেও হার মানায়। যেকোনও মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে! মাত্র ৩৬ বছরেই স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। পুরো পৃথিবীটাই যেন ওলট-পালট হয়ে গিয়েছে হিনার। এক মুহূর্তে সমস্ত গ্ল্যামার শেষ! হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। পরে সিনেমা, ওয়েব সিরিজেও কাজ করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement