সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন দেওয়া নেওয়া হয়েছে আগেই। গত বছরের ডিসেম্বর মাসেই আংটি বদলের অনুষ্ঠান সেরেছেন শ্বেতা-রুবেল। ঘরোয়া আয়োজনে দুজনের আইবুড়ো ভাতের পর্বও শেষ।
মেহেন্দিও হয়ে গিয়েছে। হাতের মেহেন্দিতেও ছিল নতুনত্ব। বর, কনের অবয়ব আঁকা হয়েছে শ্বেতার হাতে।
এবার সাতপাকে বাঁধা পড়ার পালা। আর কয়েক ঘণ্টা পরই বিয়ে দুজনের। তার আগে রবিবার সকাল থেকেই বিয়ের নানা রীতি পালনে ব্যস্ত রুবেল-শ্বেতা। ইতিমধ্যেই মনের মানুষের গায়ে ছোঁয়ানো হলুদ মেখে স্নান করেছেন অভিনেত্রী। সামনে এসেছে সেই ছবি। পরনে হলুদ-লাল পাড় চান্দেরি শাড়ি। গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের গয়নায় সাজেন অভিনেত্রী। আটপৌরে ধাঁচে একেবারে বাঙালি সাজে ধরা দিয়েছেন।
মেকআপ আর্টিস্ট রুদ্র সাহার হাতের জাদুতে সেজেছেন শ্বেতা। রুবেলের পোশাকের ক্ষেত্রেও অবশ্য ভরপুর বাঙালিয়ানা। সাদা ধুতি এবং গামছা গায়ে হলুদ মাখেন। শ্বেতার হবু শাশুড়িই প্রথম ছেলের গায়ে হলুদ ছুঁয়ে দেন।
রবিবাসরীয় সন্ধেয় বসছে বিয়ের আসর। নাগেরবাজারের একটি ব্যাঙ্কয়েটে চার হাত এক হবে দুজনের। লাল রংয়ের বেনারসিতে সাজার কথা শ্বেতার। নিজে পছন্দ করে মানানসই গয়নাও কিনেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, বৈদিক মতে বিয়ে হবে তাঁদের। টেলিপাড়ার তারকা যুগলকে নাকি বিয়ে দেবেন নন্দিনী ভৌমিক। বিয়ের মেনুও এলাহি। কুলচা, ফিশফ্রাই, মাছ, মাংস, নানা রকমের মিষ্টি থাকছে মেনুতে। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধব ছাড়াও বিনোদুনিয়ার অনেকেই যে শ্বেতা-রুবেলের বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা। একে অন্যকে চোখে হারান তারকা যুগল। নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজনকে (রুবেল অভিনীত চরিত্র) নতুনভাবে দেখা যাচ্ছে। ওদিকে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলী (শ্বেতা অভিনীত চরিত্র) ও অনিকেতের (রণজয় বিষ্ণু) মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। রিল লাইফে যতই টানাপোড়েন চলুক, বাস্তব এখন মধুরেণ সমাপয়েতের অপেক্ষায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.