Advertisement
Advertisement

Breaking News

গাজি নূর, ফিরদৌস, Gazi Abdun Noor

ফিরদৌসের পর নূর, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বাতিল বাংলাদেশি অভিনেতার ভিসা

ভিসা বাতিলের জেরে এরাজ্যে পাঠরত নূর সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা পরিবারের৷

MHA takes action against Bangladeshi actor Gazi Abdun Noor
Published by: Sayani Sen
  • Posted:April 18, 2019 4:53 pm
  • Updated:April 18, 2019 5:39 pm

সুকুমার সরকার, ঢাকা: রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেছিলেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস আহমেদ৷ তার জেরে ইতিমধ্যেই ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তাঁর৷ নিজের দেশে ফিরে গিয়েছেন তিনি৷ সেই একই কাজ করেই বিতর্কে জড়িয়েছেন ধারাবাহিক ‘রানি রাসমণি’র স্বামী গাজি নূর৷ দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে হুডখোলা জিপে চড়ে প্রচার করেছিলেন তিনি৷ এর বিরুদ্ধে ফিরদৌসের মতোই ব্যবস্থা নিল স্বরাষ্ট্রমন্ত্রক৷এবার বাতিল হল  গাজি নূরের ভিসাও৷ বাংলাদেশি অভিনেতা তথা নাটকের ছাত্রকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার জন্য নির্দেশও দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ এসবের জেরে বাংলাদেশের তাঁর পরিবার বেশ চিন্তিত৷ 

[ আরও পড়ুন: বিতর্কের জেরে বন্ধ টলিউডের দরজা, ঋতুপর্ণার বিপরীতে অনিশ্চিত ফিরদৌস!]

শাসক-বিরোধী তরজায় একেই বিপাকে পড়েছেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস৷ এই অবস্থায় তাঁর পাশে নেই সে দেশের বিদেশমন্ত্রকও৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ একে আবদুল মোমেন বলেন, ‘‘নায়ক ফিরদৌস আহমেদ না জানিয়ে ভারতের নির্বাচনে অংশ নিয়ে ঠিক করেননি। তিনি একজন বিশিষ্ট ব্যক্তি৷ তবে এই ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন। বিষয়টি তিনিও বুঝতে পেরেছেন৷’’ রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেছিলেন ফিরদৌস৷ তারই বিরোধিতা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির৷ এছাড়াও বাংলাদেশি অভিনেতাকে নিয়ে সর্বত্রই চড়ছে উত্তেজনার পারদ৷ ভারতীয়দের আলোচনা-সমালোচনাকে মোটেও ভাল চোখে দেখছেন না বাংলাদেশের বিদেশমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘অভিনেতা ফিরদৌসকে নিয়ে ভারত যে প্রতিক্রিয়া দিয়েছে, তা অতিরিক্ত৷’’

Advertisement

[ আরও পড়ুন: ভোটপ্রচারে যোগ দিয়ে বিপাকে বাংলাদেশি অভিনেতা গাজি নূর, কমিশনে বিজেপি]

Ferdous-Ahmed

Advertisement

[ আরও পড়ুন: প্রচার ইস্যুতে ক্ষমাপ্রার্থী অনুতপ্ত ফিরদৌস, ঢাকায় চরম উৎকণ্ঠায় নূরের পরিবার]

বর্তমানে ‘দত্তা’ নামে একটি ছবির শুটিং করছেন ফিরদৌস৷ ইতিমধ্যেই ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ছবির কিছুটা অংশ শুটিংও করেছেন তিনি৷ তাই গত ১২ এপ্রিল কলকাতায় এসেছিলেন ফিরদৌস৷ শুটিংয়ের ব্যস্ত শিডিউল সামলেই রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেন তিনি৷ তবে আপাতত রাজনৈতিক বিতর্কে নাম জড়িয়েছে ফিরদৌসের৷ তাই আবার কবে শুটিংয়ে যোগ দেবেন বা আদৌ যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে দোলাচল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ