Advertisement
Advertisement
Ankita Lokhande

মা হচ্ছেন অঙ্কিতা লোখাণ্ডে! গুঞ্জনই কি সত্যি হতে চলেছে?

হাসির আড়ালেই কি তাহলে লুকিয়ে রয়েছে আসল ঘটনা?

rumour on Ankita Lokhande and vicky jain expecting their first child
Published by: Arani Bhattacharya
  • Posted:June 26, 2025 6:07 pm
  • Updated:June 26, 2025 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালে ভিকি জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। বিয়ের পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন তৈরি হয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ভিকি জৈনের সঙ্গে বিভিন্ন রিয়ালিটি শোয়ের হাত ধরে বারবার দর্শকের দরবারে এসেছেন অঙ্কিতা। বিভিন্ন কারণে জুটিকে ঘিরে তৈরি হয়েছে নানা পরিস্থিতি যার সমালোচনায় মুখর হয়েছেন দর্শকও। এমনকি বিগ বসের ঘরে থাকাকালীনও অঙ্কিতার প্রেগন্যান্সির খবর চাউর হয়। তবে তা যে শুধুই গুঞ্জন তার উত্তর সময়ই বলে দিয়েছে।

Advertisement

এবার কি সেই গুঞ্জন সত্যি হতে চলেছে? নেটিজেনদের মনে হঠাৎ এই প্রশ্নের সঞ্চার হয়েছে। তার অন্য কোনও কারণ নেই। বরং বলা ভাল অভিনেত্রী নিজেই এবার বলে ফেলেছেন যে তিনি নাকি অন্তঃসত্ত্বা। সম্প্রতি এক জনপ্রিয় রিয়ালিটি শোয়েই হঠাৎ মজায় মাতেন অঙ্কিতা। মজা খুনসটি করতে করতে হঠাৎই দৌড়ে চলে যান সঞ্চালক আর তখনই হাসতে হাসতে হঠাৎ অঙ্কিতা বলে ওঠেন, “আমি দৌড়াতে পারব না। আমি অন্তঃসত্ত্বা।” ব্যস আর এরপর থেকেই দর্শকমহলে শুরু হয়েছে নানা গুঞ্জন।

যদিও ওই রিয়ালিটি শোয়ে এই কথা বলে ফেলার পরে অঙ্কিতাকে প্রশ্ন করা হলেও তিনি আর এই বিষয়ে কোনও কথা বলেননি। শুধুই হেসেছেন। তার এই হাসির আড়ালেই কি তাহলে লুকিয়ে রয়েছে আসল ঘটনা? সত্যিই কি মা হতে চলেছেন অঙ্কিতা? যদি তা সত্যি হয় তাহলে এখন অপেক্ষা অভিনেত্রীর এই বিষয়ে এখন সিলমোহর দেওয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement