Advertisement
Advertisement

একতা কাপুরের ব্যাগ থেকে উধাও ৬০ হাজার টাকা, তদন্তে পুলিশ

পরিচারক, পরিচারিকা এবং গাড়িচালককে জেরা করছে পুলিশ৷

sixty thousand rupees missing from ekta's bag
Published by: Sayani Sen
  • Posted:December 6, 2018 6:49 pm
  • Updated:December 6, 2018 6:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন ভালো নেই একতা কাপুরের৷ আপাতত দুশ্চিন্তাতেই দিন কাটছে তাঁর৷ কারণ জানলেই স্পষ্ট হয়ে যাবে কেন এহেন অবস্থা একতার৷ তাঁর ব্যাগ থেকে নাকি উধাও হয়ে গিয়েছে টাকা৷ দাবি, ব্যাগে থাকা প্রায় ৬০ হাজার টাকার কোনও খোঁজ মিলছে না৷ ইতিমধ্যেই জুহু থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রযোজক৷

[আসছে ‘উরি’, সার্জিক্যাল স্ট্রাইকের গল্প এবার বড়পর্দায়]

একতা কাপুরের একটি ব্যাগের মধ্যে প্রায় দেড় লক্ষ টাকা রাখা ছিল৷ শনিবার ওই ব্যাগটি ব্যবহার করতে গিয়েই অবাক হয়ে যান তিনি৷ একতা বুঝতে পারেন তাঁর ব্যাগটি হালকা লাগছে৷ সন্দেহ হয় তাঁর৷ তড়িঘড়ি ব্যাগটি খোলেন একতা৷ তিনি দেখেন, ব্যাগের টাকা ওলটপালট হয়ে রয়েছে৷ তাঁর ব্যাগ থেকে উধাও হয়ে গিয়েছে ৬০ হাজার টাকা৷ তড়িঘড়ি জুহু থানায় যান একতা৷ গোটা ঘটনা জানিয়ে অভিযোগও দায়ের করেন তিনি৷

Advertisement

[‘নগ্ন হয়েই আসতে হবে আমার বিয়েতে’, ভিডিওতে এ কী বললেন রাখি!]

অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করে জুহু থানার পুলিশ৷ একতার বাড়িতে থাকা পরিচারক, পরিচারিকা এবং গাড়ির চালক মিলিয়ে রয়েছেন পাঁচজন৷ ব্যাগ থেকে ৬০ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছেন তাঁরাও৷ ইতিমধ্যেই একে একে পরিচারক, পরিচারিকা এবং গাড়ির চালক-সহ মোট পাঁচজনকে জেরা করেছে পুলিশ৷ এছাড়াও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও সংগ্রহ করা হয়েছে৷ গত সপ্তাহে পরিচারক, পরিচারিকা কিংবা গাড়ির চালক কারও ব্যাংক অ্যাকাউন্টে কোনও আর্থিক লেনদেন হয়েছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ শুধু ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টই নয় তাঁদের কোনও আত্মীয়ের কাছে চুরি যাওয়া টাকা পাচার করে দেওয়া হয়েছে কী না, তাও তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা৷ প্রয়োজনে পরিচারক, পরিচারিকা এবং গাড়িচালকের পরিজনদের সঙ্গেও কথা বলারও চিন্তাভাবনা করছে পুলিশ৷ খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে জানান তদন্তকারীরা৷ এদিকে, অভিযোগ দায়ের করার চার-পাঁচদিন পরও টাকার কোনও খোঁজ না পেয়ে উদ্বিগ্ন একতা৷  

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ