Advertisement
Advertisement

Breaking News

Sweta-Rubel

বিয়ের গুঞ্জনের মাঝেই অন্তরঙ্গ ছবি শ্বেতা-রুবেলের, সোশাল মিডিয়াতেই জমল প্রেম

রটনা, আগামী বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন বাংলা টেলিভিশনের এই তারকা যুগল।

Social media PDA of Rubel Das and Sweta Bhattacharya

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Suparna Majumder
  • Posted:May 30, 2024 2:18 pm
  • Updated:May 30, 2024 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বিয়ের জল্পনা তুঙ্গে, অন্যদিকে শ্বেতা ও রুবেল (Sweta-Rubel) একে অন্যকে যেন চোখে হারাচ্ছেন। সোশাল মিডিয়াতেই চুটিয়ে প্রেম বাংলা টেলিভিশনের দুই তারকার। পোস্ট করলেন অন্তরঙ্গ ছবি। আর ক্যাপশনে লিখলেন মিষ্টি প্রেমের কথা।

Sweta-Rubel-1

Advertisement

ছবিটি বেশ ঘরোয়া মেজাজেই তোলা হয়েছে। শুয়ে থাকা অবস্থায় হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রুবেল দাস (Rubel Das)। প্রেমিকের গালে গাল ঠেকিয়ে ছবি তুলেছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya )। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, “সঙ্গে চলি হাতটি ধরে, একে অন্যকে বুঝি ভালোবেসে…”। এর জবাবেই অভিনেত্রী লেখেন, “তোর আমার মাঝে তো শুধু প্রেমই আছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকেই ভালোবাসব।”

Sweta-Rubel-2
ছবি: ইনস্টাগ্রাম

[আরও পড়ুন: ‘তোমার অপা অনেক বড় হয়ে গেছে…’, ঋতুপর্ণর মৃত্যুবার্ষিকীতে খোলাচিঠি অপরাজিতার ]

উত্তর ২৪ পরগনার বারাসতের ছেলে রুবেল। অভিনেতা হওয়ার আগে নাচই ছিল তাঁর ধ্যানজ্ঞান। শুধু ডান্সার নয় কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন। ‘বেপরোয়া’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেছিলেন রুবেল। পরে ছোটপর্দায় কাজ শুরু করেন ‘ভানুমতীর খেল’ সিরিয়ালের মাধ্যমে। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজন হয়ে দিব্যি কাজ করছেন। অন্যদিকে শ্বেতা এখন ‘কোন গোপনে মন ভেসেছে’র শ্যামলী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rubel Das (@rubel.official)

নিজেদের এই ভালোবাসাকেই নাকি এবার নতুন অধ্যায়ে নিয়ে যেতে চলেছেন শ্বেতা-রুবেল। শোনা যাচ্ছে, ২০২৫ সালেই নাকি গাঁটছড়া বাঁধবেন বাংলা টেলিভিশনের এই তারকা যুগল। বিয়ের তারিখ? ১৯ জানুয়ারির দিনটি নাকি বাছা হয়েছে বিয়ের জন্য। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এর আগে রুবেল বলেছিলেন, “যা শোনা যাচ্ছে তা ঘটনা নয় শুধুই রটনা। হ্যাঁ, বিয়ের পরিকল্পনা অবশ্যই আছে। ২০২৫ সালে করার চিন্তাভাবনাও রয়েছে। তবে দিনক্ষণ এখনও নিশ্চিত করা হয়নি। যদি তেমন কিছু হয় জানতে তো পেরেই যাবে।”

[আরও পড়ুন: শেষবেলায় মধ্যমগ্রামে তৃণমূলের প্রচারে মন্দাকিনী, প্রার্থী কাকলির হয়ে কী বললেন? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement