Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘আজকাল ডিভোর্স হলে মেয়েরা অর্ধেক টাকা নিয়ে নেয়’, খোরপোশ নিয়ে মন্তব্য সলমনের

'সিকন্দর' ফ্লপ হওয়ার পর শিগগিরি নতুন ছবির শুটিং শুরু করবেন 'ভাইজান'।

'Women take half of your money', Salman Khan on divorce and alimony
Published by: Biswadip Dey
  • Posted:June 15, 2025 1:52 pm
  • Updated:June 15, 2025 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেই আজকাল ডিভোর্স হচ্ছে। আর ডিভোর্স হলে ছেলেদের অর্ধেক টাকা মেয়েরাই নিয়ে যায়। এমনই মন্তব্য করলেন সলমন খান। বলিউডের সুপারস্টার সম্প্রতি অংশ নিয়েছিলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে। আগামী ২১ জুন কপিল শর্মার শোয়ের নতুন শোয়ের প্রথম পর্বেই দেখা যাবে ‘ভাইজান’কে। কিন্তু তার আগেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর এই মন্তব্যের ক্লিপ। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement

ঠিক বলেছেন সল্লু? ভাইরাল হওয়া ক্লিপে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আগে লোকে একে অপরের জন্য ত্যাগস্বীকার করত। একটা মানিয়ে চলার ব্যাপার কাজ করত। এখন রাতে গায়ের উপরে পা তোলা কিংবা নাক ডাকার কারণেও ডিভোর্স হয়ে যায়। ছোটখাটো ভুল থেকেই ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্স হলে তো হয়েই গেল, অর্ধেক টাকা মেয়েরা নিয়ে চলে যাবে।”
তাঁর এহেন মন্তব্যে কপিল শর্মা, অর্চনাপূরণ সিং, নভজ্যোৎ সিং সিধুকে হাসতে দেখা যায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্লিপ নিয়ে নেটিজেনরা নানা মত প্রকাশ করেছেন। অনেকেই যেমন সলমনের দাবি মেনে নিয়েছেন, অনেকেই আবার বিরোধিতাও করেছেন।

উল্লেখ্য, সলমন খানকে শেষবার দেখা গিয়েছিল ‘সিকন্দর’ ছবিতে। প্রথমদিকে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারলেও শেষপর্যন্ত কোনওমতে ১০০ কোটি পেরোয় ছবিটি। সব মিলিয়ে ছবিটি ফ্লপই হয়েছে। জানা যাচ্ছে, শিগগিরি হয়তো অপূর্ব লঙ্কা পরিচালিত শুরু হবে সলমনের নতুন ছবির শুটিং। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ নিয়েই ছবিটি নির্মিত হচ্ছে। ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্ব দেওয়া কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে নায়ককে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement