বাঙালি গল্পতরু। ঠাকুরমার ঝুলি থেকে হ্যারি পটার। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মন আর মননের মধু মিশেছে অক্ষরের অন্তরে। আবহমানের স্রোতে ভেসে চলেছে বাংলা গল্পের সোনার তরী। যুগ বদলেছে। হুজুগও কম নয়। রিল-এ রেসের সময়ে বাঙালি কি আজও তেমন গল্পপ্রবণ? কলমে তার আজও বাস সরস্বতীর? ছোটদের কল্পনা আজও কি ছোঁয় চাঁদের পাহাড়! বড়দের ভাবনা স্পর্শ করে বেহুলার ভেলা! এরই সন্ধান 'গল্পের সেরা হাত'। সমসময়ের অক্ষরশিল্পের সেরা উদযাপন।
ছোটদের বিভাগে গল্প জমা দেওয়ার সর্বোচ্চ বয়স ১৭ বছর।
১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ বড়দের বিভাগে গল্প জমা দিতে পারেন।
প্রতি বিভাগ থেকে সেরা ১২ গল্পকারকে নির্বাচিত করবেন এই সময়ের বিশিষ্ট কথাসাহিত্যিকরা।
প্রতি বিভাগের ১২টি করে গল্প অর্থাৎ মোট ২৪টি গল্প প্রকাশিত হবে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ।
প্রতি বিভাগের সেরা ১২ গল্প থেকে চূড়ান্ত বিচারে ৩ জন গল্পকার পাবেন 'গল্পের সেরা হাত' সম্মাননা।
বাকিদের জন্য থাকবে সেরা বারোর অন্যতম গল্পকারের বিশেষ স্বীকৃতি।
বিষয়
গল্প লেখার বিষয় নির্ধারিত করে দেওয়া যায় না। তবু প্রতিযোগিতার স্বার্থেই তা তিনটি বিষয়ে সীমায়িত করা হল: রম্য, সাসপেন্স ও প্রেম।
নিয়মাবলি
১ একজন প্রতিযোগী যে কোনও একটি বিষয়েই গল্প পাঠাতে পারবেন।
২ গল্পের শব্দসংখ্যা সর্বাধিক ১২০০।
৩ এই ওয়েবসাইটে নির্দিষ্ট বিভাগে গিয়ে ফর্মে প্রয়োজনীয় তথ্যাবলি জানিয়ে গল্প জমা দিতে হবে। ফর্মে চাওয়া সমস্ত তথ্য জানানো আবশ্যিক।
৪গল্প জমা দিতে হবে ওয়ার্ড ফাইলে .doc ফর্ম্যাটে। অন্য কোনও ফর্ম্যাটে জমা দেওয়া গল্প প্রতিযোগিতার জন্য গণ্য করা হবে না।
৫গল্প জমা দিতে হবে ৭ মার্চ, ২০২৫-এর মধ্যে।
৬বিচারপ্রক্রিয়ায় বিচারক ও সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
৭সংবাদ প্রতিদিন-এর সঙ্গে যুক্ত কেউ এই গল্প প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
৮দুই বিভাগেই সেরা ১২ গল্পকারের নাম জানতে চোখ রাখতে হবে সংবাদ প্রতিদিন ফেসবুক পেজে।
৯গল্প পাঠানোর পর দপ্তরে ফোন না করাই শ্রেয়।
১০দুই বিভাগের সেরা ৩ গল্পকারের নাম ঘোষণা হবে পৃথক অনুষ্ঠানে। সেই সংক্রান্ত তথ্য এবং সামগ্রিক সম্মাননা পর্বের দিনক্ষণ দপ্তর থেকে ফোন করে সংশ্লিষ্ট প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হবে।
১১এই প্রতিযোগিতা ভারতবর্ষের যে কোনও প্রদেশে থাকা বাংলা ভাষাভাষীর জন্য প্রযোজ্য।