ভবানীপুরের বেলতলা গার্লস স্কুলের অদূরে একটি গলি, গলির মধ্যে পুরনো আমলের বাড়ি। ফটকের পাশে বাহারি কায়দায় লেখা নাম: ‘তামাম্ শোধ’। দরজা ঠেলে ঢুকতেই চক্ষু চড়কগাছ! আরে! এ যে আরেক ‘এল ডোরাডো’! প্রবেশ পথের দু’ধারে দেওয়ালে টাঙানো আদ্যিকালের সারি সারি ঝলমলে এনামেল বোর্ড। ‘ভারত পেট্রোলিয়াম’, ‘গুরু টিন’, ‘হিজ মাস্টার্স ভয়েজ’, ‘কোলে বিস্কুট’ থেকে শুরু করে কী নেই সেখানে? হারিয়ে যাওয়া দিনের স্মারকে সাজানো বাড়িটিকে এক পলক দেখলে মনে হয়– কোনও এক নির্লিপ্ত জাদুঘর যেন শখ করে বাড়ির ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে।

নিয়মাবলী

চব্বিশের গল্প শেষ হতে চলল। এবার পঁচিশের তারুণ্যের পালা। বছরের এই সময়টা মন বড় বেয়াড়া। চার দেওয়ালের বন্দিদশা কাটিয়ে চলে যেতে চায় খোলা আকাশের নিচে। জীবনের আনন্দে বলতে ইচ্ছে করে ‘বেয়ারা, চালাও ফোয়ারা…।’ ছুটির খেয়ালে কারও পছন্দ পাহাড়, কারও আবার সমুদ্রের নেশা। নীল জলের জোয়ারে গা ভাসাতে অনেকেই দিঘা, মন্দারমণি. চাঁদপুরের দিকে পা বাড়ান। এবছর একটু ব্যতিক্রম হতেই পারেন। কলকাতা থেকে মাত্র পাঁচ ঘণ্টার দূরত্বে রয়েছে যমুনাসুল।
  • মানসিক স্বাস্থ্যের জন্য ঘুরতে যাওয়া টনিকের মতো কাজ করে
  • পরিবার, অফিসের চাপ, শতব্য়স্ত শিডিউল থেকে দিন কয়েক সময় বের করে কোথাও হাওয়া বদল করে এলে যে মন ভালো থাকে
  • কাজের উদ্যম আগের থেকে আরও বেশি বেড়ে যায়, সেই পরামর্শ একাধিকবার মনোবিদরাও দিয়ে এসেছেন
  • আর বেড়াতে যাওয়ার আগে ট্রাভেল ডেস্টিনেশনের খুঁটিনাটি তথ্য জেনে নিয়ে প্ল্যান ছকে ফেলতে কে না চায়
  • কারণ সেটাই সবথেকে বুদ্ধিমানের। ২০২৪ সালে ভারতীয়রা সবথেকে বেশি কোন কোন ট্রাভেল ডেস্টিনেশনের
  • ব্যাপারে খোঁজ নিয়েছেন গুগলে? মোস্ট সার্চের তালিকা কী বলছে? পরের বছরের জন্য ট্যুর প্ল্যান করার আগেই এবেলা জেনে নিন আপনিও