প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঁদুরের কামড়ে দশ বছর বয়সি ক্যানসার আক্রান্ত বালকের মৃত্যুর অভিযোগ উঠল রাজস্থানের এক সরকারি হাসপাতালে। বালকের পায়ে ইঁদুর কামড়ায় বলে দাবি। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগীর মৃত্যু হয়েছে সেপ্টিসেমিয়া শক এবং সংক্রমণের জেরে।
১১ ডিসেম্বরে জ্বর ও নিউমোনিয়া আক্রান্ত ওই বালককে স্টেট ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ভর্তি হওয়ার পরই বালকটিকে দেখা যায় কাঁদতে। পরিবারের সদস্যরা তার গায়ে চাপা দেওয়া কম্বলটি সরিয়ে দেখেন একটি পা থেকে রক্ত ঝরছে। ক্ষত দেখে তাঁরা অভিযোগ তোলেন, তাকে ইঁদুরে কামড়েছে।
পরিবারের সদস্যরা কর্তব্যরত নার্সদের বিষয়টি জানালে তাঁরা প্রাথমিক শুশ্রুষা করেন। এই বিষয়ে হাসপাতালের সুপার সন্দীপ জাসুজা বলেন, “রোগীর মৃত্যু ইঁদুরের কামড়ে হয়নি। তার জ্বর ও নিউমোনিয়া ছিল। বালকটি সংক্রমণ ও সেপ্টিসেমিয়া শকের কারণে মারা গিয়েছে।” তিনি আরও জানিয়েছেন, তবু ইঁদুরের কামড়ের অভিযোগ পাওয়ায় বালকের সেই সংক্রান্ত চিকিৎসাও করা হয়। হাসপাতাল চত্বর পরিষ্কার করতে নির্দেশও দেওয়া হয়েছে। ক্যানসার আক্রান্ত বালকের মৃত্যুর পর স্বাস্থ্য শিক্ষা সচিব রিপোর্ট তলব করেছেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.