Advertisement
Advertisement
ইসলামিক স্টেট

ছড়াচ্ছে জেহাদের জাল, ভারতে গ্রেপ্তার ১৫৫ ইসলামিক স্টেট সমর্থক

ইরাক ও সিরিয়াই জমি খুইয়ে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে নিজের উপস্থিতি বাড়াতে চাইছে ইসলামিক স্টেট।

155 ISIS operatives arrested in India: Home Ministry
Published by: Monishankar Choudhury
  • Posted:June 26, 2019 11:40 am
  • Updated:June 26, 2019 11:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রভাব বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।  এবং অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে নয়া চ্যালেঞ্জ হিসেবে কিছুটা সফলও হয়েছে জেহাদি সংগঠনটি। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫৫ জন আইএস সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: লাইভ শোয়ে পাক সাংবাদিককে চড় শাসকদলের নেতার, ভাইরাল ভিডিও]

Advertisement

ইরাক ও সিরিয়াই জমি খুইয়ে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে নিজের উপস্থিতি বাড়াতে চাইছে ইসলামিক স্টেট। পকিস্তান ও আফগানিস্তানে অনেক দিন আগেই মজবুত ঘাঁটি তৈরি করে ফেলেছে আইএস। এদেশে তামিলনাড়ু ও কেরলে বিশেষ তৎপর জঙ্গি গোষ্ঠীটি। এর প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গেও। এই মর্মে মঙ্গলবার লোকসভাই লিখিতভাবে পরিসংখ্যান পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি। তিনি জানান, গত কয়েক বছরে দেশের বিভিন্ন রাজ্য থেকে ১৫৫ জন ইসলামিক স্টেট সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে ব্যক্তি উদ্যোগে কেউ কেউ গিয়ে যে জঙ্গি সংগঠনে ভিড়ছে, তারও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। বলেন, সবটাই কেন্দ্রের নজরে রয়েছে। কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থার গোয়েন্দারা এ বিষয়ে অবগত।

Advertisement

উল্লেখ্য, গত মঙ্গলবার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয় দুই নব্য জেএমবি জঙ্গিকে। তার আগে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় আরও দুই জঙ্গিকে। ধৃতদের কাছ থেকে ইসলামিক স্টেটের নথি পাওয়া যায়। গোয়েন্দারা জানতে পেরেছেন, বাংলাদেশ ও এই রাজ্যের কয়েকটি জেলার বহু যুবক ও তরুণকে বেছে নিয়েছে জঙ্গিরা। সোশ্যাল মিডিয়ায় তাদের পাঠানো হচ্ছে এই মেসেজগুলি। তাদের মধ্যে থেকেই জঙ্গি সদস্য নিয়োগের চেষ্টা করছে আইএস ও নব্য জেএমবি। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত চারজনকে জেরা করে ও তাদের সোশ্যাল মিডিয়া থেকেই জানার চেষ্টা হচ্ছে এই রাজ্যে আইএস তথা নিউ জেএমবি কোনও ‘আমির’ নিয়োগ করেছে কি না। যে জঙ্গি নেতার সঙ্গে বৈঠক করতে এই জঙ্গিরা কলকাতায় আসছিল, সেই নেতার পরিচয়ও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: কেরল বন্দর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ১০০ ভারতীয়, নোটিস জারি ইন্টারপোলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ