Advertisement
Advertisement
Punjab

পাঞ্জাবের সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খুনে গ্রেপ্তার ২, তবে এখনও অধরা মূলচক্রী

ইনস্টাগ্রামে কমলের অনুগামীর সংখ্যা প্রায় ৪ লক্ষের কাছাকাছি।

2 arrested for Punjab influencer's murder over 'vulgar content'
Published by: Subhodeep Mullick
  • Posted:June 14, 2025 4:37 pm
  • Updated:June 14, 2025 4:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমল কউরকে খুনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম জশপ্রীত মনরো এবং নিমরতজিৎ সিং। তবে মূলচক্রী অমৃতপাল সিং এখনও অধরা।

Advertisement

পুলিশের দাবি, সমাজমাধ্যমে আপাত্তিকর ভিডিও পোস্টের জেরেই কমলকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। গত বছর অক্টোবর মাসে নাকি আর্শ দাল্লা নামে ভারতীয় বংশোদ্ভূত কানাডার এক জঙ্গি তাঁকে হুমকি দিয়েছিল। কমলকে অবিলম্বে ভিডিও বানানো বন্ধ করতে বলেছিল সে। কিন্তু তাতে কর্নাপাত করেননি কমল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোটা ঘটনার নেপথ্যে ছিল নীতি-পুলিশি। আর্শের নির্দেশেই কমলকে খুনের ছক করে অমৃতপাল। 

ভাতিন্দা পুলিশের সুপার অমনীত কোন্দল বলেন, “কমল তাঁর ইনস্টাগ্রাম বিভিন্ন আপত্তিকর ভিডিও আপলোড করতেন। শুধু তাই নয়, ভিডিওর জন্য তিনি বিভিন্ন শহরেও যেতেন। গত ৯ জুন অমৃতপালের ডাকে তিনি ভাতিন্দায় যান। তারপরই কমলকে খুন করা হয়। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

৩০ বছর বয়সি কমল লুধিয়ানার বাসিন্দা। সমাজমাধ্যমে তিনি যথেষ্ট জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৪ লক্ষের কাছাকাছি। গত ৯ জুন কমল ভাতিন্দায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত বুধবার ভাতিন্দা-চণ্ডীগড় রাজ্য সড়কের কাছে এক বিশ্ববিদ্যালয় চত্ত্বরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা দেহ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement