ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭ কেজি মাদক-সহ বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার দুই বিদেশি মহিলা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য প্রায় ৭৫ কোটি টাকা। রবিবার বড়সড় এই মাদকপাচার চক্রের তথ্য প্রকাশ্যে এনেছে কর্নাটক পুলিশ। শুধু তাই নয়, জানা যাচ্ছে শুধুমাত্র গত নাইজেরিয়ার বাসিন্দা এই দুই মহিলা ৫৯ বার বেঙ্গালুরু ও মুম্বইয়ে সফর করেছেন।
মেঙ্গালুরুর পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল বলেন, দিল্লি থেকে বিমানে বেঙ্গালুরু বিমান বন্দরে নামার পর অভিযুক্ত ওই দুই মহিলার তল্লাশি চালানো হয়। তখনই তাঁদের ট্রলি ব্যাগের মধ্যে পাওয়া যায় ৩৭ কেজি ‘এমডিএমএ’ মাদক। পাশাপাশি উদ্ধার হয় নগদ ১৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও পাসপোর্ট। পুলিশের দাবি, অভিযুক্ত দুই মাদক পাচারকারী হলেন ৩১ বছর বয়সি বাম্বা ফানটা ও আবিগাইল অ্যাডোনিস (৩০)।
তদন্তকারীদের তরফে জানা যাচ্ছে, আন্তঃরাজ্য বিমান পরিবহণে অত বেশি তল্লাশির কড়াকড়ি না থাকার কারণে সেই সুযোগ নিয়েছিল এরা। বছরের পর বছর ধরে দেশে নানা প্রান্তে মাদক সরবরাহ করত অভিযুক্তরা। মাস ছয়েক আগে মেঙ্গালুরুতে ১৫ গ্রাম এমডিএমএ মাদক-সহ গ্রেপ্তার করা হয় হায়দার আলি নামে এক যুবককে। সেই সূত্র ধরে ৬ কেজি মাদক-সহ গ্রেপ্তার হন পিটার নামে আর এক নাইজেরিয়ান যুবক। এর পরই নাম উঠে আসে ফানটা ও অ্যাডোনিসের। জানা গিয়েছে, ব্যবসায়িক ভিসা নিয়ে ২০২০ সালে ভারতে এসেছিল ফানটা। অন্যদিকে, ২০১৬ সাল থেকে এখানে রয়েছেন অ্যাডোনিস। তদন্তকারীদের অনুমান প্রায় ২ বছর ধরে এই মাদক পাচারের সঙ্গে যুক্ত এরা।
মাদক পাচারের জন্য এদের কাছে সহজ পথ ছিল আন্তঃরাজ্য বিমান পরিবহণ ক্ষেত্র। অভিযুক্তরা গত বছর ৩৭ বার মুম্বই সফর করেছেন এবং ২২ বার বেঙ্গালুরুতে এসেছেন। তাঁদের এই সফর মাদক পাচারের উদ্দেশেই ছিল বলে দাবি তদন্তকারীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.