কনৌজ রেল স্টেশনে ভেঙে পড়া ছাদের অংশ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্কারের কাজ চলাকালীন স্টেশনের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের কনৌজ রেলওয়ে স্টেশনে। দুর্ঘটনার জেরে অন্তত ২০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে জানা যাচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। চলছে উদ্ধারকাজ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২টো ৩৯ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে কনৌজ স্টেশনে। স্টেশনে সংস্কারের কাজ চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লিন্টেল। সেই সময় ওই অংশে শ্রমিকরা কাজ করছিলেন। তাঁরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। অন্তত ২০ জন নিচে চাপা পড়ে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। যার মধ্যে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আরপিএফ, জিআরপির পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় প্রশাসন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অসীম অরুণ। আহতদের যাতে দ্রুত উদ্ধার করা যায় তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষও কাজে হাত লাগিয়েছেন। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ১২টি অ্যাম্বুল্যান্স। ওই অঞ্চলের মেয়রও ঘটনাস্থলে পৌঁছেছেন। কোনওরকম প্রাণহানির ঘটনা আটকাতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.