Advertisement
Advertisement

Breaking News

BSF

মহড়ায় মর্টার ফেটে পোখরানে আহত ৩ জওয়ান, কাশ্মীরে খাদে বাস পড়ে শহিদ ৩

বাস দুর্ঘটনায় আহত আরও ৬ বিএসএফ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

3 BSF Jawans Dead As Bus Falls Into Gorge in Jammu and Kashmir, mortar blast in Pokhran
Published by: Amit Kumar Das
  • Posted:September 20, 2024 8:14 pm
  • Updated:September 20, 2024 8:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএসএফের মহড়া চলাকালীন মর্টার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। রাজস্থানের জয়সলমেঢ়ের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই দুর্ঘটনায় ৩ বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ৩ জওয়ানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে বুদগামে সেনার বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে ও বিএসএফ জওয়ানের। আহত হয়েছেন আরও ৬ জন।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে বিএসএফের রুটিন মহড়া চলছিল পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে। দুপুরের হঠাৎ সেখানে ৫১ মিলিমিটারের একটি মর্টার ফেটে যায়। যার জেরে আহত হন ৩ জওয়ান। আহত তিন জওয়ানকে প্রথমে পোখরান হাসপাতালে ভর্তি হয়। পরে তাঁদের মধ্যে দুই জওয়ানের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় যোধপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে মর্টারে বিস্ফোরণ ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার পিছনে কোথাও কোনওরকম গাফিলতির ঘটনা রয়েছে কিনা তার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩ বিএসএফ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৬ জন। জানা গিয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন উপলক্ষে জম্মু ও কাশ্মীরে নির্বাচন কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছিল সেনার বাস। ৫২ আসন বিশিষ্ট এই বাসে যাত্রা করছিলেন ৩৫ জন জওয়ান। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ ফুট খাদে পড়ে বাসটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে সেনা।

শেষ পাওয়া খবরে এই দুর্ঘটনায় ৩ জওয়ানের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁদের মধ্যে বেস কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement