সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদের বিরুদ্ধে ফের বড় অভিযান ছত্তিশগড়ে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে বিজাপুরে খতম ৩১ জন মাওবাদী। পাশাপাশি গুলির লড়াইয়ে ২ জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ২ জওয়ান। জগদলপুর থেকে এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে ওই জওয়ানদের নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এদিকে মৃত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বস্তার রেঞ্জের আইজিপি সুন্দর রাজ।
‘মাওবাদ’ নামের শব্দকে ভারতের ইতিহাস থেকে মুছে ফেলতে কোমর বেঁধে নেমেছে সরকার। নতুন বছরের শুরু থেকেই লাগাতার ছত্তিশগড়ে চলছে অভিযান। নিরাপত্তাবাহিনীর তরফে জানা গিয়েছে, ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত বিজাপুরের ন্যাশনাল পার্কে বিপুল সংখ্যায় মাওবাদীদের একত্রিত হয়েছে বলে খবর আসে। সেই মতো প্রস্তুতি নেয় বিজাপুর ডিআরজি, এসটিএফ ও বস্তার ফাইটার জওয়ানরা। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। কার্যত চক্রব্যুহে বন্দি মাওবাদীরা পিছু হঠার জায়গা না পেয়ে বেপরোয়া ভাবে গুলি চালাতে শুরু করে পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী।
দীর্ঘ গুলির লড়াইয়ের পর রবিবার সকালে পুলিশের তরফে জানানো হয়েছে, এই অভিযানে ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি মাওবাদীদের গুলিতে আহত হয়েছেন দুই জওয়ান। এয়ারলিফট করে দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ্যে এনেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে ১২ মাওবাদীর মৃত্যু হয়েছে। ২ জওয়ান শহিদ হয়েছেন ও দুইজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।’ শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমাদের জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না। প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমাদের রাজ্য মাওবাদ মুক্ত হবে। সেই লক্ষ্যে আমাদের জওয়ানরা কোমর বেঁধে লড়াইয়ে নেমেছেন।’
উল্লেখ্য, এর আগে গত ১৬ জানুয়ারি ১২ মাওবাদী নিকেশ হয় যৌথ বাহিনীর অভিযানে। ওই মাসেই আরও এক অভিযানে খতম হয় ২০ মাওবাদী। অন্যদিকে বছরের শুরু থেকেই ছত্তিশগড়ের একাধিক জায়গায় মাওবাদী হামলার ঘটনা ঘটছে। বিজাপুরের কুটরু রোডে আইডি বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন বেশ কয়েকজন ডিআরজি জওয়ান। ভয়ংকর বিস্ফোরণে ৯ জওয়ান শহিদ হন। এবার চলতি বছরের সবচেয়ে বড় মাওবিরোধী অভিযান চলল ছত্তিশগড়ে। যেখানে খতম হল ৩১ মাওবাদী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.