সংবাদ প্রতিদিন জিডিটাল ডেস্ক: ফের মধ্যযুগীয় বর্বরতা! অন্যজাতে মেয়ের বিয়ে দেওয়ার অপরাধে জোর করে একই পরিবারের ৪০ জনের মাথা ‘ন্যাড়া’ করে দেওয়ার অভিযোগ উঠল ওড়িশায়। শুধু তাই নয়, বিয়ে দেওয়ার পর থেকে ওই পরিবারের সদস্যদের ‘একঘরে’ করে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে, ওড়িশার রায়গড় জেলার কাশীপুর ব্লকের বৈগানাগুড়া গ্রামে। জানা গিয়েছে, তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের তরুণীর সঙ্গে পাশের গ্রামের তপসিলি জাতি (এসসি) জাতি সম্প্রদায়ের এক তরুণের বিয়ে হয়। এই বিয়ে হওয়ার পর থেকেই ক্ষোভ দেখা যায় গ্রামবাসীদের মধ্যে। এরপরেই সকলে মিলে আলোচনা করে, ওই তরুণীর পরিবারটিকে একঘরে করে দেওয়া হয়। পরে শর্ত দেওয়া হয়, একমাত্র ‘শুদ্ধিকরণে’র মাধ্যমেই তাঁদের ফের সমাজে ফিরিয়ে নেওয়া হবে। আর না হলে আজীবন তাঁদের একঘরে থাকতে হবে।
একপ্রকার চাপে পড়েই শুদ্ধিকরণে রাজি হয়ে যায় ওই তরুণীর পরিবার। একরপরেই একটি মন্দিরে পুজো দিয়ে পশু বলি দেয় পরিবারটি। এরপর মাথা ন্যাড়া করানো হয় পরিবারের সকলকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একসঙ্গে ৪০ জনের মাথা ন্যাড়া করিয়ে তাঁদের সকলকে একটি মাঠে বসিয়ে রাখা হয়েছে।
খবর জানাজানি হতেই পদক্ষেপ করে প্রশাসন। কাশীপুরের বিডিও বিজয় সেয় বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য ব্লক স্তরের এক আধিকারিককে গ্রামে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.