কোমরে বেড়ি পরিয়ে অবৈধ ভারতীয়দের তোলা হচ্ছে বিমানে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোমরে বেড়ি, হাতে হাতকড়া। এভাবেই অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। যা নিয়ে উত্তাল গোটা দেশ। সেই বিতর্কের মাঝেই এবার বিদেশমন্ত্রক জানাল, ৪৮৭ জনকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। পাশাপাশি ওই ভারতীয়দের ফেরানোর সময় তাঁদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। তবে মোট ৪৮৭ জন, নাকি প্রথম দফায় ১০৪ জন ছাড়া ৪৮৭ জন সেটা স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি।
শুক্রবার এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্র। তিনি বলেন, ”মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে আমেরিকায় বসবাসকারী ৪৮৭ জন ভারতীয়কে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার।” কেন্দ্রের দাবি, “দীর্ঘদিন ধরেই চলছিল এই প্রক্রিয়া। তবে আমরা মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যাঁদের ফেরানো হচ্ছে তাঁদের সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার করা যাবে না। যদি কোনওরকম দুর্ব্যবহারের খবর আমরা পাই, তাহলে বিষয়টি আমরা উচ্চ পর্যায়ে নিয়ে যাব।”
এই সম্পর্কে বিক্রম মিশ্র আরও বলেন, “বিষয়টি নিয়ে গতকালই সংসদে জানিয়েছেন বিদেশমন্ত্রী। এক্ষেত্রে ভারত অসহযোগিতা করছে এমন অভিযোগ আমরা মানব না। তবে এই আশ্বাসন আমাদের দিতে হবে, যাঁদের ভারতীয় বলে ফেরানো হচ্ছে, তাঁরা ভারতেরই নাগরিক। কারণ এই সঙ্গে জুড়ে রয়েছে দেশের নিরাপত্তা। যাঁদের ফেরানো হবে আমরা আমেরিকার থেকে সেই সংক্রান্ত তথ্য চেয়েছিলাম সেখানেই আমাদের জানানো হয় ৪৮৭ জনকে ফেরানো হচ্ছে।”
উল্লেখ্য, ক্ষমতায় আসার পরই আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় ট্রাম্প সরকার। সেই মতো গত বুধবার ১০৪ জন ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামে মার্কিন বিমান। অভিযোগ ওঠে ওই ভারতীয়দের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে বিমানে করে ভারতে নিয়ে আসা হয়। বিমান থেকে নামানোর আগে খুলে দেওয়া হয় শিকল। এই ইস্যু প্রকাশ্যে আসতেই কেন্দ্রের উপর চাপ বাড়ায় বিরোধী শিবির। সংসদে বিদেশমন্ত্রী জয়শংকর জানান, ‘বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.