সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাচের রিহার্সালের সময় গানের তালে ঠিকঠাক পা মেলাতে পারেনি ছোট্ট মেয়েটি। এই অপরাধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল নাচের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম প্রভাকর। মারের দাপটে ওই ছাত্রীর থুতনিতে কেটে গিয়েছে। সারা শরীরেই আঘাত লেগেছে। প্রহৃত ছাত্রীর মামা ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের অধ্যক্ষার কাছে অভিযোগ জানাতে যান। অভিযোগ, স্কুলের অধ্যক্ষা প্রহৃত ছাত্রীর পাশে না দাঁড়িয়ে শিক্ষককেই সমর্থন করেছেন। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের কোথাপেট এলাকার শ্রীচৈতন্য স্কুলে।
[রিয়েল থেকে রিলে পদ্মশ্রী করিমুল, এবার সিনেমায় ‘অ্যাম্বুল্যান্স দাদা’]
জানা গিয়েছে, শুক্রবার স্কুলেই নাচের রিহার্সাল চলছিল। নৃত্য শিক্ষক প্রভাকর ছাত্রীদের নাচ শেখাচ্ছিলেন। রিহার্সাল চলাকালীন চতুর্থ শ্রেণীর ছাত্রীটি নাচের বেশ কয়েকটি স্টেপ ভুল করতেই শিক্ষক অগ্নিশর্মা হয়ে ওঠেন। এরপর বেধড়ক মারধর করেন ওই ছাত্রীকে।এর জেরে তার থুতনি কেটে যায়। রিহার্সালের মধ্যে এ হেন ঘটনা ঘটায় বাকিরাও ঘাবড়ে যায়। নাচের স্টেপে ভুল করায় বাকিদেরকেও রেয়াত করেননি প্রভাকর। মারধরের খবর অভিভাকদের কাছে পৌঁছতেই তারা গোটা ঘটনার তদন্ত দাবি করে। যদিও স্কুলের তরফে বিষয়টিতে আমল দেওয়া হয়নি। স্কুলের নির্লিপ্ততার প্রতিবাদে ছাত্রী ও অভিভাবকরা ধরনা শুরু করে। পরে থানায় অভিযোগ দায়ের হয়।
ইতিমধ্যেই ঐ শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে প্রহ্ত ছাত্রীর পরিবার। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারা (ইচ্ছাকৃত আঘাত) জুভেনাইল অ্যাক্টের ৭৫ ধারার আওতায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যের শিশুর অধিকার রক্ষা নিয়ে কর্মরত সমাজকর্মীরা। তাদের সাফ দাবি, গোটা শিক্ষাব্যবস্থার তরফ থেকে এই ধরনের স্কুল ও শিক্ষকদের বাদ দিয়ে দেওয়া উচিত।
[বিবাদের জেরে ছেলের সামনেই কুপিয়ে খুন বাবাকে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.