Advertisement
Advertisement
Telangana

নিয়ন্ত্রণ হারিয়ে গভীর হ্রদে গড়িয়ে গেল গাড়ি, তেলেঙ্গানায় ডুবে মৃত্যু ৫ বন্ধুর

বেঁচে ফিরলেন এক জন।

5 from Hyderabad dead after car plunges into lake in Telangana
Published by: Kishore Ghosh
  • Posted:December 7, 2024 8:33 pm
  • Updated:December 7, 2024 8:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গড়িয়ে গেল হ্রদের জলে। তেলঙ্গানার ইয়াদ্রি ভূবনগিরি জেলায় ডুবে মৃত্যু হল পাঁচ বন্ধুর। এক গাড়িতে ছয় বন্ধু ছিলেন বলে জানা গিয়েছে। এক জন কোনও মতে সাঁতরে পাড়ে উঠলেও বাকিরা পেরে ওঠেননি। গাড়িসমেত হ্রদের জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁদের। কীভাবে নিয়ন্ত্রণ হারাল গাড়ি?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের এল বি নগর এলাকার বাসিন্দা ওই ছয় ব্যক্তি। তাঁরা পোচমপল্লিতে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটা নাগাদ পোচমপল্লি থানা এলাকায় রাস্তায় বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারান চালক। এর পরেই রাস্তার ধারের হ্রদে গড়িয়ে যায় গাড়িটি। এর ফলে গাড়িসমেত হ্রদের জলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচ জনের। এক জন গাড়ির জানলার কাঁচ ভেঙে, সাঁতরে কোনও রকমে পাড়ে উঠতে সক্ষম হন।

Advertisement

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভামসি, দীনেশ, হর্ষ, বালু এবং বিনয়ের। বেঁচে গিয়েছেন মণিকান্ত। এদিকে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল বাহিনী। তারাই গাড়ি সমেত পাঁচ জনের দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, হয় মত্ত অবস্থায় ছিলেন গাড়ির চালক অথবা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement