দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম সাধারণতন্ত্র দিবস। ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিনটি পালনের জন্য ইতিমধ্যে সেজে উঠেছে দিল্লির কর্তব্যপথ। নিরাপত্তাও আঁটসাঁট। কলকাতার রেড রোডেও তৎপরতা চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তা বেষ্টনী চারপাশে। সাধারণতন্ত্র দিবসের প্রতি মুহূর্তের UPDATE:
দুপুর ১.০৫: সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, ‘ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সঙ্গে মনে করিয়ে দিচ্ছে আমাদের প্রতিষ্ঠাতাদের এই জাতির জন্য নির্ধারিত সুগভীর দৃষ্টিভঙ্গি। ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের উপর ভিত্তিতে তৈরি এই প্রজাতন্ত্র। আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত আদর্শগুলিকে সম্মান করার এবং সেগুলি বাস্তবায়নে আমরা কতটা এগিয়ে এসেছি তা নিয়ে ভাবার দিন আজ।’
As India celebrates its 76th Republic Day, we are reminded of the PROFOUND VISION OUR FOUNDING FATHERS laid out for this nation – a Republic rooted in JUSTICE, LIBERTY, EQUALITY, and FRATERNITY. It is a day to honour the ideals enshrined in our Constitution and reflect on how far…
— Abhishek Banerjee (@abhishekaitc) January 26, 2025
দুপুর ১২.৩০: জলপাইগুড়ি ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে দু দেশের বাহিনীর মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় হয়।
#WATCH | Jalpaiguri, West Bengal: On the occasion of 76th #RepublicDay🇮🇳, the Border Security Force (BSF) exchanged sweets and greetings with Border Guard Bangladesh (BGB) at the zero point of the Fulbari Indo-Bangladesh Border. pic.twitter.com/xOYZJduqHg
— ANI (@ANI) January 26, 2025
দুপুর ১২.০৯: কর্তব্যপথে ৩০০ মিটার উপরে অবিশ্বাস্য কসরত ভিকট্রি রোল ‘মেড ইন ইন্ডিয়া’ তেজস যুদ্ধবিমানের।
দুপুর ১২.০৭: দিল্লির আকাশ চিড়ে ত্রিশূল ফরমেশনে উড়ল সুখোই-৩০। নেতৃত্বে ক্যাপ্টেন মণীশ অরোরা।
#RepublicDay🇮🇳: Three Su-30 aircraft make Trishul formation, during the 76th #RepublicDay Parade on Kartavya Path, in Delhi pic.twitter.com/jr8T6KkoPw
— ANI (@ANI) January 26, 2025
দুপুর ১২.০৬: বজরং ফরমেশনে আকাশ কাঁপাল অত্যাধুনিক ৬টি রাফালে যুদ্ধবিমান।
#RepublicDay🇮🇳: Indian Air Force’s Rafale displays ‘Vijay’ formation, during the 76th #RepublicDay Parade on Kartavya Path, in Delhi
(Source: DD News) pic.twitter.com/my5WzfmpkI
— ANI (@ANI) January 26, 2025
দুপুর ১২.০৫: অমৃতকাল ফরমেশনে ভারতীয় বায়ুসেনার পরমানু বোমাবাহী ৫টি বোমারু জাগুয়ার বিমান।
#WATCH | The Indian Air Force presents fly-past during the 76th #RepublicDay🇮🇳 Parade on Kartavya Path.
(Visuals of Amrit Formation comprising 05 Jaguar ac flying past over the water channel North of Kartavya Path in ‘Arrow-head’ formation)
(Source: DD News) pic.twitter.com/fPl31An4uI
— ANI (@ANI) January 26, 2025
দুপুর ১২.০৩: আকাশ কাঁপিয়ে ছুটল ভারতীয় সেনার বিশাল পরিবহণ বিমান সুপার হারকিউলিস।
#WATCH | The Indian Air Force presents fly-past during the 76th #RepublicDay🇮🇳 Parade on Kartavya Path
(Visuals of Arjan Formation comprising one C-130 ac in lead with two C-295 ac in echelon would fly in ‘Vic’ Formation.)
(Source: DD News) pic.twitter.com/VJO2j0pOOM
— ANI (@ANI) January 26, 2025
দুপুর ১২.০১: এবার পালা সুখোই-৩০ এমকেআই -এর। সাবমেরিন বিধ্বংসী পি এইট আই -এর সঙ্গে উড়ল দুটি সুখোই-৩০ এমকেআই।
#WATCH | The Indian Air Force presents fly-past during the 76th #RepublicDay🇮🇳 Parade on Kartavya Path
(Visuals of the Varuna formation comprising one p-8i aircraft and two X Su-30 aircraft in echelon flying in ‘Vic’ formation)
(Source: DD News) pic.twitter.com/EY6OTLBcOl
— ANI (@ANI) January 26, 2025
দুপুর ১২.০০: আন্তনভ-৩২ বিমানের ফ্লাই পাস্ট। ডরনিয়ার বিমানে ‘রক্ষক’ ফরমেশন।
#WATCH | The Indian Air Force presents fly-past during the 76th #RepublicDay🇮🇳 Parade on Kartavya Path
(Visuals of Rakshak formation comprising of 3 Dornier-228 ac from ICG would fly in ‘Vic’ formation)
(Source: DD News) pic.twitter.com/WLRoK8msHZ
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১১.৫৭: এবার আকাশে বিমান বাহিনীর ফ্লাই পাস্ট। তাক লাগানো কসরত অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের। নেতৃত্বে গ্রুপ ক্যাপ্টেন প্রবীণ সারথী। তৈরি করছেন ‘ভিক্টরি’ ফরমেশন। বায়ুসেনার মোট ৪০ যুদ্ধবিমান অংশ নিচ্ছে কুচকাওয়াজে। এর মধ্যে ২২টি ফাইটার জেট।
#WATCH | 76th #RepublicDay🇮🇳 | The Indian Air Force presents fly-past during the 76th #RepublicDay Parade on Kartavya Path, comprising a total of 40 aircraft, including 22 fighter aircraft, 11 transport aircraft and 7 helicopters.
(Visuals of Ajay Formation- 3 Apache Helicopters… pic.twitter.com/xTy4f7TcD0
— ANI (@ANI) January 26, 2025
#WATCH | The Indian Air Force presents fly-past during the 76th #RepublicDay🇮🇳 Parade on Kartavya Path.
(Visuals of Bheem Formation comprising one C-17 and two Su-30 ac in echelon (streaming fuel) flying past in ‘Vic’ formation.)
(Source: DD News) pic.twitter.com/qaBU7PQfwD
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১১.৫৩: বাইকে নানা অভাবনীয় কসরত দেখাচ্ছেন জওয়ানরা।
সকাল ১১.৪০: কর্তব্যপথে এই প্রথমবার। সম্মিলিতভাবে ৫ হাজার শিল্পীর পারফরম্যান্স দিল্লির রাজপথে।
সকাল ১১.৩৫: বিষ্ণুপুরের টেরাকোটা, ছৌ-নৃত্য, বাউল এবং দুর্গাপুজোর মিশেলে তৈরি বাংলার ট্যাবলো। রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারও।
সকাল ১১.৩০: মৌসম ভবনের সার্ধ শতবর্ষে বিশেষ ট্যাবলো।
সকাল ১১.২৬: উত্তরপ্রদেশের ট্যাবলোয় মহাকুম্ভের প্রচার।
সকাল ১১.২৪: দূষণমুক্তি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির বার্তা দিচ্ছে অন্ধ্রপ্রদেশের ট্যাবলো।
#RepublicDay🇮🇳: Andhra Pradesh’s tableau showcased during the 76th #RepublicDay Parade on Kartavya Path, in Delhi
The tableau of Andhra Pradesh focuses on “Etikoppaka Wooden Toys,” a 400-year-old craft tradition celebrated for its eco-friendly, smooth, vibrant, and toxin-free… pic.twitter.com/JPVQYmkutV
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১১.২০: হরিয়ানার ট্যাবলোয় কুরুক্ষেত্রের প্রদর্শন। যেখানে শ্রীকৃষ্ণ গীতার বাণী শোনাচ্ছেন অর্জুনকে।
#RepublicDay🇮🇳: Haryana’s tableau showcased during the 76th #RepublicDay Parade on Kartavya Path, in Delhi
The tableau celebrates Haryana’s heritage, progress in technological innovation and empowerment of women. The tableau begins with a grand depiction of the sacred… pic.twitter.com/8nzZZOqPeH
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১১.১৬: এবার রাজপথে কেন্দ্রের বিভিন্ন দপ্তরের ট্যাবলো। রয়েছে একাধিক রাজ্যের ট্যাবলো-ও।
#RepublicDay🇮🇳: Tableaus of the Ministry of Social Justice and Empowerment and Ministry of Tribal Affairs, showcased during the 76th #RepublicDay Parade on Kartavya Path, in Delhi
The tableau by the Ministry of Social Justice and Empowerment focuses on the theme ‘Swarnim… pic.twitter.com/1mVpSwlWji
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১১.০৮: রেড রোডের কুচকাওয়াজে ভারতীয় সেনার রোবট কুকুর।
#WATCH | West Bengal CM Mamata Banerjee takes part in #RepublicDay2025 celebrations at Kolkata.
(Source: Mamata Banerjee Social Media) pic.twitter.com/1KUWOvFFvL
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১১.০৬: রাজপথে এই প্রথমবার ব্যালেস্টিক মিসাইল প্রলয়।
#WATCH | 76th #RepublicDay🇮🇳 | The next on display on Kartavya Path is the Pralay Weapon System, Indigenously developed by RCI, DRDO, followed by Assam Rifles Marching Contingent, followed by Assam Rifles Band on the Kartavya Path, during the Republic Day Parade.
(Source: DD… pic.twitter.com/OpIw75JiJC
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১১.০৫: ডিআরডিও-র নজরদারি সিস্টেম ‘রক্ষাকবচ’। জল-স্থল-আকাশ, সর্বত্রই রয়েছে তার নজর।
#WATCH | 76th #RepublicDay🇮🇳 | Tableau of the Indian Coast Guard focuses on coastal security and maritime search and rescue, under the theme ‘Swarnim Bharat: Heritage and Progress’, followed by the Tableau of Defence Research & Development Organisation (DRDO) showcasing RAKSHA… pic.twitter.com/UqXVaLrbBG
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১১.০২: সেনার তিন বাহিনীর যৌথ ট্যাবলো।
সকাল ১১.০১: মিগ-২৯ -এর ফ্লাই পাস্ট।
সকাল ১১.০০: আত্মনির্ভর ভারতের বার্তা দিয়ে রাজপথে ভারতীয় নৌবাহিনীর ট্যাবলো।
#WATCH | 76th #RepublicDay🇮🇳 | Indian Naval Tableu, which advocates a Strong ‘Atmanirbhar’ Navy capable of protecting India’s maritime interest and projecting India’s sea power across thousands of miles, on the Kartavya Path, during the Republic Day Parade.
(Source: DD News) pic.twitter.com/RMxa7xaefD
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১০.৫৮: এবারের কুচকাওয়াজে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ট্যাবলো।
#WATCH | 76th #RepublicDay🇮🇳 | Marching on the Kartavya Path is the Indian Armed Forces Veterans Tableau, with this year’s theme: ‘Viksit Bharat ki Aur Sadaiv Agrasar’.
(Source: DD News) pic.twitter.com/qOqeBszgNR
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১০.৫৬: নিখুঁত কদমতলে দিল্লির রাজপথ কাঁপিয়ে চলছে ভারতীয় সেনার বিভিন্ন রেজিমেন্টের কুচকাওয়াজ।
#WATCH | 76th #RepublicDay🇮🇳 | Attired in resplendent colours of ‘Old Gold and Blood Red’ is the proud Contingent of Brigade of THE GUARDS, followed by the combined Band of Mech Inf Centre & School, Punjab Regt Centre and Rajput Regt Centre comprises 73 Musicians, followed by the… pic.twitter.com/CtY1SIEc1o
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১০.৫২: কর্তব্যপথে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম।
সকাল ১০.৫১: রাজপথে কুচকাওয়াজে শামিল পিনাক রকেট সিস্টেম। শিবের ধনুকের মতোই বিধ্বংসী এই অস্ত্র। আঘাত হানতে পারে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে।
#RepublicDay🇮🇳: BrahMos missile, Pinaka multi-launcher rocket system, BM-21 Agnibaan, a 122 mm Multiple Barrel Rocket Launcher, Akash Weapon System being displayed during 76th #RepublicDay🇮🇳 Parade on Kartavya Path, in Delhi
(Source: DD News) pic.twitter.com/FFvAl9l1MR
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১০.৪৯: শত্রুর বুকে ভয় জাগিয়ে দিল্লির রাজপথে সুপারসনিক ব্রহ্মস মিসাইল।
সকাল ১০.৪৬: এবার নাগ মিসাইল সিস্টেমের পালা। কর্তব্যপথে ক্যাপ্টেন সৌরভ প্রতাপ সিংয়ের নেতৃত্ব শক্তি প্রদর্শন সারথ ইনফ্যান্টি ভেহিক্যালের।
সকাল ১০.৪৫: কর্তব্যপথে শক্তি প্রদর্শন টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক রেজিমেন্টের। নেতৃত্বে ক্যাপ্টেন সৌরভ অটোয়াল।
সকাল ১০.৪২: কর্তব্যপথে কুচকাওয়াজ ইন্দোনেশিয়ার সেনার। রয়েছে ব্যান্ডও।
#WATCH | Delhi: The Genderang Suling Canka Lokananta, a 190-member ensemble band from the Indonesian Military Academy (Akmil) and Marching Contingent, comprising 152 personnel from all branches of the Indonesian National Armed Forces (TNI) on Karvatya Path on 76th #RepublicDay🇮🇳… pic.twitter.com/GZf5PkK7sG
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১০.৩১: কর্তব্যপথে জাতীয় পতাকা উত্তোলন। শুরু কুচকাওয়াজ। আকাশপথে এমআই-১৭ হেলিকপ্টারে ভারতীয় জাতীয় পতাকা বহন। করা হল পুষ্পবৃষ্টিও।
76th #RepublicDay🇮🇳 | Flower petals being showered during Republic Day Parade, in Delhi
(Source: DD News) pic.twitter.com/B5yDoREJQ3
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১০.২৭: কর্তব্যপথে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। রয়েছেন মুখ্য অতিথি প্রাবো সুবিয়ান্তো। স্বাগত জানালেন প্রধানমন্ত্রী।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi receives President Droupadi Murmu and President of Indonesia Prabowo Subianto at Kartavya Path for 76th #RepublicDay🇮🇳 celebrations
President Subianto is attending the function as the chief guest this year.
(Source: DD News) pic.twitter.com/PwAdJXRA9b
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১০.২৬: কর্তব্যপথে পৌঁছলেন সস্ত্রীক জগদীপ ধনকড়। উপরাষ্ট্রপতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী।
সকাল ১০.২৪: জম্মু কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন।
#WATCH Srinagar: Jammu and Kashmir Deputy Chief Minister Surinder Choudhary unfurls the national flag on the occasion of the 76th #RepublicDay🇮🇳 pic.twitter.com/gzwKpNmonR
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১০.২৩: কর্তব্যপথে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
#WATCH | Prime Minister Narendra Modi arrives at the Kartavya Path for the 76th #RepublicDay🇮🇳 Parade.
(Source: PMO/YouTube) pic.twitter.com/8mhZ0Nt1hj
— ANI (@ANI) January 26, 2025
সকাল ১০.১৮: রাইসিনা হিল থেকে কর্তব্যপথের উদ্দেশে রওনা দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। সঙ্গে রয়েছে এবারের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ভবনে সেনা সর্বাধিনায়ক তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ ও প্রধান অতিথিকে ‘প্রেসিডেন্ট গার্ড’ দেওয়া হল।
সকাল ১০.১৩: দিল্লির ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে রয়েছেন রাজনাথ সিং। সেখান থেকে বেরনোর আগে ডিজিটাইজড পদ্ধতিতে নিজের মনের কথা জানিয়ে এলেন প্রধানমন্ত্রী।
সকাল ১০.০০: দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তিনি।
সকাল ৯.৫৮: বারুইপুর রাস ময়দানে পতকা উত্তোলন করেন বারইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন। সঙ্গে ছিলেন বারুইপুর মহকুমা পুলিশ আধিকারিক।
সকাল ৯.৪৭: সাধারণতন্ত্র দিবস পালন হল কোচবিহারে রাজবাড়ির সামনে কোচবিহার স্টেডিয়ামে। পতাকা উত্তোলন করেন অরবিন্দ কুমার মিনা।
সকাল ৯.৪৩: আটারি-ওয়াঘা সীমান্তে ভারত-পাকিস্তান সেনার মধ্যে মিষ্টি বিতরণ চলছে।
সকাল ৯.৪১: দিল্লির কর্তব্যপথজুড়ে মোতায়েন ১৫ হাজার পুলিশ।
সকাল ৯.৩৭: দিল্লিতে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
#WATCH | Defence Minister Rajnath Singh unfurls the national flag at his residence in Delhi, on the occasion of 76th #RepublicDay pic.twitter.com/zOhMIUYsPp
— ANI (@ANI) January 26, 2025
সকাল ৯.৩২: বালুরঘাটে বিকাশ ময়দানে পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস।
সকাল ৯.১২: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।
Vice President Jagdeep Dhankhar extends greetings to the nation on the occasion of 76th #RepublicDay🇮🇳 pic.twitter.com/ZFFnG02sSq
— ANI (@ANI) January 26, 2025
সকাল ৯.০৫: নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
#WATCH | External Affairs Minister Dr S Jaishankar unfurls the national flag at his residence in Delhi, on the occasion of 76th #RepublicDay🇮🇳 pic.twitter.com/DV6GwzYHEp
— ANI (@ANI) January 26, 2025
সকাল ৮.৫৪: সাধারণতন্ত্র দিবসের প্যারেডে এবার দেখা মিলবে ‘প্রলয়’-এর। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের হামলা রুখতে মোতায়েন থাকা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এই প্রথমবার দেখা যাবে দিল্লির কর্তব্যপথে। দেখে নিন এর বিশেষত্ব।
সকাল ৮.৩০: মহারাষ্ট্রের নাগপুরের আরএসএসের কার্যালয়ে উত্তোলিত হল জাতীয় পতাকা।
#WATCH | Maharashtra: RSS’ Nagpur Mahanagar sanghchalak Rajesh Loya unfurls the national flag at RSS Headquarters in Nagpur.
76th #RepublicDay🇮🇳 pic.twitter.com/RzLNEdHYgI
— ANI (@ANI) January 26, 2025
সকাল ৮.১৫: তেলেঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্রে পালিত সাধারণতন্ত্র দিবস।
#WATCH | Karnataka: Congress national president Mallikarjun Kharge unfurls the national flag on the occasion of 76th #RepublicDay🇮🇳 in Bengaluru
CM Siddaramaiah and Deputy CM DK Shivakumar are also present. pic.twitter.com/YXCzR4gd16
— ANI (@ANI) January 26, 2025
সকাল ৮.০০: দেশবাসীকে ৭৬তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড়। সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রেখেন বহু পুরুষ ও মহিলা। সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম।’
Happy Republic Day.
Today, we celebrate 75 glorious years of being a Republic. We bow to all the great women and men who made our Constitution and ensured that our journey is rooted in democracy, dignity and unity. May this occasion strengthen our efforts towards preserving the…
— Narendra Modi (@narendramodi) January 26, 2025
সকাল ৭.৫৮: ভিড় জমতে শুরু করেছে কর্তব্যপথে।
#WATCH | Delhi: People reach Kartavya Path to watch the Republic Day Parade today
Republic Day parade will start at 10:30 am from Vijay Chowk.
76th #RepublicDay🇮🇳 pic.twitter.com/0LsC77FeF3
— ANI (@ANI) January 26, 2025
সকাল ৭.৫৪: ইন্দোনেশিয়া সেনার ১৫২ জন সদস্যও কুচকাওয়াজে অংশ নেবেন। ইন্দোনেশিয়ার মিলিটারি অ্যাকাডেমির ১৯০ জন ব্যান্ডও থাকবে।
সকাল ৭.৫০: ‘সারে জাঁহা সে আচ্ছা’-র সুরে মাতবে কর্তব্যপথ। দেশের বিভিন্ন প্রান্তের ৩০০ জন শিল্পী নানা ধরনের বাদ্যযন্ত্রের সাহায্য ওই সুর শোনাবেন।
সকাল ৭.৪০: এবার দিল্লির কুচকাওয়াজে থাকছে মোট ৩১টি ট্যাবলো। থিম ‘স্বর্ণিম ভারত: বিকাশ অউর ভিরাসত’। নারীশক্তির জয়গান গেয়ে কর্তব্যপথে থাকছে বাংলার ট্যাবলোও। এই প্রথমবার ভারতীয় সেনার তিন বাহিনীর একত্রিতভাবে ট্যাবলো থাকছে অনুষ্ঠানে। প্রায় ৫ হাজার শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
সকাল ৭.৩০: দিল্লির কর্তব্যপথে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রতি মুহূর্তে পরীক্ষা করে নেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। থাকছেন সমাজের বিভিন্ন স্তরের আরও ১০ হাজার অতিথি।
#WATCH | Delhi | Preparations underway at the Kartavya Path for the 76th Republic Day celebrations#RepublicDay2025 #RepublicDay pic.twitter.com/2Z6jExMgFY
— ANI (@ANI) January 26, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.