Advertisement
Advertisement

Breaking News

Karnataka

পাঁচ টাকার চিপসের জন্য চরম পরিণতি, ‘স্কুলের দাদা’কে খুন ১২ বছরের পড়ুয়ার!

অভিযুক্তকে গ্রেপ্তার করে জুভেনাইল হোমে পাঠিয়েছে পুলিশ।

A class Six Student Stabs To Death Senior in karnataka for argument over a packet of snacks

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 13, 2025 2:37 pm
  • Updated:May 13, 2025 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ টাকার একটি চিপসের প্যাকেট নিয়ে দুই স্কুলপড়ুয়ার মধ্যে বচসা। সেই বচসা চরম পর্যায়ে পৌঁছলে ছুরি নিয়ে একজনের উপর আঘাত করে অপর পড়ুয়া বলে অভিযোগ। তার জেরে মৃত্যু হয়েছে ১৪ বছরের ছাত্রের। সোমবার সন্ধ্যা ৭ টা ৩০ নাগাদ কর্নাটকের হুবলিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জুভেনাইল হোমে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৪ বছরের চেতন রাক্কাসাগি এবং ১২ বছরের সাইয়ের মধ্যে পাঁচ টাকার একটি চিপসের প্যাকেটের ভাগাভাগি নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে ছুরি নিয়ে চেতনকে আঘাত করে সাই। অষ্টম শ্রেণির পড়ুয়া চেতন গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।

এদিকে এই ঘটনার পরই খুনের অভিযোগে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সাইকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন হুবলি-ধারওয়াদের পুলিশ কমিশনার শশী কুমার। ১২ বছরের বালক যে কাউকে খুন করতে পারে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শিশুদের মধ্যে এমন অপরাধী মানসিকতা নিয়ে তিনি বলেন, “এটা খুবই হতাশাজনক যে এক ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার মধ্যে খুনের মানসিকতা তৈরি হচ্ছে। মোবাইল, টিভি দেখে শিশুদের মধ্যে এমন অপরাধমূলক মানসিকতা তৈরি হচ্ছে। প্রত্যেক পরিবারের বড়দের উচিত শিশুদের এসবের থেকে দূরে রাখা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement