Advertisement
Advertisement

Breaking News

খুন

নির্বাচনের ডিউটিতে বাধা, স্ত্রীকে খুন জওয়ান স্বামীর

খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত৷

A jawan killed his wife for stopping him to go Loksabha election duty
Published by: Sayani Sen
  • Posted:March 20, 2019 3:17 pm
  • Updated:March 20, 2019 3:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন৷ যত ভোটাভুটির দিন এগিয়ে আসছে, ততই চড়ছে উত্তাপের পারদ৷ সর্বত্র আলোচনার বিষয়বস্তু নির্বাচন৷ রাজনৈতিক অশান্তিও কম হচ্ছে না৷ কিন্তু নির্বাচনকে কেন্দ্র করেই দাম্পত্য অশান্তি!  যার জেরে প্রাণ দিয়ে মাশুল গুনলেন এক মহিলা৷ খুনের ঘটনায় স্বামীকেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ প্রথমে নিজের দোষ স্বীকার করেনি ওই ব্যক্তি৷ পরে যদিও স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত৷

[পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা, এবার হোলি খেলবেন না সিআরপিএফ জওয়ানরা]

সিআরপিএফের ছত্তিশগড়ের জগদলপুরের ২০১ নম্বর কোবরা ব্যাটালিয়নের সদস্য গুরুবীর সিং৷ বেশ কয়েক বছর আগে অনুপ্রিয়া গৌতম নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তার৷ জওয়ান স্বামী বেশি সময় দিতে পারে না স্ত্রীকে৷ তা নিয়ে দম্পতির অশান্তি লেগেই থাকত৷ এরই মাঝে আবার সামনেই নির্বাচন৷ জওয়ান স্বামীকে নিরাপত্তার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে যেতে হবে ভিন রাজ্যে৷ গত ১৬ মার্চ এই খবর স্ত্রীকে জানায় গুরুবীর৷ একথা শুনেই অগ্নিশর্মা হয়ে যান অনুপ্রিয়া৷ ভোটের ডিউটিতে স্বামীকে অন্যত্র যেতে দিতে নারাজ ওই মহিলা৷ স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করতে শুরু করেন অনুপ্রিয়া৷ কান্নাকাটিও জুড়ে দেন তিনি৷ একে কাজের চাপ আবার তার উপর স্ত্রীর অশান্তি৷ মাথা ঠান্ডা রাখতে পারেনি গুরুবীর৷ স্ত্রীর গলা টিপে ধরে ওই জওয়ান৷ শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অনুপ্রিয়া৷

Advertisement

[টাকা দিয়ে ভোট কেনা হয় না রাজ্যে, জানাল নির্বাচন কমিশন]

স্ত্রীকে খুনের পর কী করবে, তা প্রথমে বুঝতে পারেনি গুরুবীর৷ তারপর স্ত্রী আত্মহত্যা করেছে বলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় ওই জওয়ান৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে শ্বাসরোধ করে খুনের বিষয়টি উঠে আসে৷ গুরুবীর যে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, তা বুঝতে অসুবিধা হয়নি তদন্তকারীদের৷ গুরুবীরকে আটক করে জেরা করেন তাঁরা৷ স্ত্রী আত্মহত্যা করেছে এই দাবিতেই অনড় ছিল ওই জওয়ান৷ তবে দীর্ঘক্ষণ ধরে একটানা জেরার মুখে ভেঙে পড়ে সে৷ স্বীকার করে নেয় স্ত্রীর সঙ্গে রোজকার অশান্তি আর সহ্য করতে পারছিল না গুরুবীর৷ তাই সেদিন আচমকাই রাগের বশে স্ত্রীর শ্বাসরোধ হয়ে যায়৷ শাস্তির মুখ থেকে রেহাই পেতে ধামাচাপার চেষ্টা করেছে বলেও জেরায় স্বীকার করে নেয় গুরুবীর৷ এরপর পুলিশ ওই জওয়ানকে গ্রেপ্তার করে৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ আপাতত জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত৷ 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ