সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দৃশ্য ঝাঁসি স্টেশনে। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই আচমকা ইঞ্জিনের মাথায় ঝাঁপ যুবকের। ওভারহেডের তারের সংস্পর্শে এসে মুহূর্তে ঝলসে মৃত্যু তাঁর। শুক্রবার রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে।
শুক্রবার নির্ধারিত সময়ে ঝাঁসি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে গোয়াগামী হজরত নিজামুদ্দিন ভাস্কো ডা গামা এক্সপ্রেস। সেই সময় স্টেশনের টিনের ছাউনির উপর থেকে ইঞ্জিনের মাথায় ছাপ দেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। হুড়োহুড়ো পড়ে যায় স্টেশনে। কিছু বোঝার আগেই ঝলসে যান ওই ব্যক্তি। বেশ কিছুক্ষণ ওই অবস্থাতেই ছিল দেহ। পরে ইঞ্জিনের সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে যুবকের দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম পরিচয় জানা যায়নি। রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় প্রায় ৪৫মিনিট স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। অন্য স্টেশনেও দাঁড়িয়ে যায় একাধিক ট্রেন।
#झांसी। गोवा एक्सप्रेस के इंजन पर युवक ने लगाई छलांग, पलक झपकते युवक जलकर हुआ खाक।झांसी के वीरांगना लक्ष्मीबाई रेलवे स्टेशन के प्लेट फार्म नंबर एक का मामला।#Jhansi #railwaystation #वीरांगनालक्ष्मीबाईरेलवेस्टेशन #Govaexpress pic.twitter.com/a2gF9oRZKn
— Global Bharat News (@Global__Bharat) December 7, 2024
রেল পুলিশের সার্কেল অফিসার নইম মনসুরি জানিয়েছেন, এখনও মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। মৃতের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে বলে অনুমান পুলিশের। তবে ওই যুবক কী করে টিনের ছাউনিতে ওঠেন? ঘটনাটি কারও চোখে পড়ল না কেন? তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.