Advertisement
Advertisement
AAP

‘নিম্নরুচির মানসিকতার পরিচয়’, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের ডাকা সর্বদলে ডাক না পেয়ে বিস্ফোরক AAP

একাধিক আঞ্চলিক দল সর্বদল বৈঠকে ডাক পেলেও ডাক পায়নি 'জাতীয় দল' আপ।

AAP, left out of all-party meet on Bangladesh, calls government 'petty'
Published by: Subhajit Mandal
  • Posted:August 6, 2024 4:25 pm
  • Updated:August 6, 2024 4:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দল হওয়া সত্ত্বেও বাংলাদেশ ইস্যুতে সর্বদল বৈঠকে ডাক পেল না আম আদমি পার্টি। আপের দাবি, কেন্দ্র সরকার একাধিক আঞ্চলিক দলকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও জাতীয় দল আপকে আমন্ত্রণ জানায়নি। এটা নিম্নরুচির মানসিকতার পরিচয়।

হাসিনার দেশছাড়ার পর প্রতিবেশী বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। গোটা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভারতের আগামী পদক্ষেপ ঠিক করতে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। যেখানে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ নিয়ে ভারতের পরবর্তী পদক্ষেপ এবং সেখানে থাকা ভারতীয়দের উদ্ধার। আপের অভিযোগ, এ হেন গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁদের ডাকেনি কেন্দ্র।

Advertisement

[আরও পড়ুন: আক্রান্ত সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন, বাংলাদেশে আটকে ১৯ হাজার ভারতীয়, সংসদে জয়শংকর]

বৈঠকে ডাক না পেয়ে আপ সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh) রীতিমতো ফুঁসে উঠেছেন। তাঁর দাবি, “ইস্যু যখন জাতীয় নিরাপত্তা, তখন পক্ষপাতিত্ব করা উচিত নয়। প্রধানমন্ত্রীর কাকে পছন্দ, কার সঙ্গে কাজ করতে তিনি স্বচ্ছন্দ্য নন, সেটা না দেখে সব দলকে একসঙ্গে নিয়ে কাজ করা উচিত। তাঁর দাবি, “১৩ জন সাংসদ থাকা একটি জাতীয় দলকে বৈঠকে না ডেকে কেন্দ্র বুঝিয়ে দিল বিষয়টাকে তাঁরা আদৌ গুরুত্ব দিচ্ছে না। এটা নিম্নরুচির পরিচয়।”

[আরও পড়ুন: ‘সব স্বৈরাচারীদের জন্য এটা শিক্ষা’, হাসিনাকে ঢাল করে মোদিকে আক্রমণ ফারুকের]

উল্লেখ্য, আপ-হীন ওই সর্বদল বৈঠকে বাকি বিরোধী দলগুলি উপস্থিত ছিল। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকের মতো বিরোধী দল উপস্থিত থেকে এই ইস্যুতে সর্বতভাবে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। ওই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভারতীয়দের দেশে ফেরানোই এখন সরকারের প্রাথমিক লক্ষ্য।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement