Advertisement
Advertisement

চিনকে হারিয়ে অর্থনৈতিক বৃদ্ধির সূচকে এশিয়া মহাদেশের শীর্ষে ভারত

ড্রাগনের দেশকে টেক্কা ভারতের।

ADB projects India's growth at 7.3% in 2018
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 6, 2018 3:32 pm
  • Updated:May 6, 2018 3:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃদ্ধির সূচকে এবার চিনকে হারিয়ে এশিয়া মহাদেশের শীর্ষে উঠে আসতে চলেছে ভারত৷ এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের প্রধান টেকহিকো নাকো জানান, ২০১৮ সালে ভারতের বৃদ্ধির হার ৭.৩ শতাংশে পৌঁছবে৷ ভারতের বৃদ্ধির হারের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে চিন৷ এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের নয়া রিপোর্ট বলছে, ২০১৮ সালে চিনের বৃদ্ধির হার ভারতের তুলনায় ০.৬ শতাংশ কমে দাঁড়াতে পারে ৬.৬ শতাংশে৷

শনিবার থেকে শুরু হয়েছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের ৫১তম বার্ষিক সম্মেলন৷ এদিনের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণে টেকহিকো নাকো এশিয়া মহাদেশের সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা করেন৷ কোন কোন ক্ষেত্রে সমস্যা থাকেই যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে আরও গুরুত্ব বাড়াতে হবে, তা নিয়েও বিস্তারিত বলে তিনি৷ এদিনের এই আলোচনার মধ্যেই ভারতের উন্নয়ন প্রসঙ্গও তুলে ধরেন নাকো৷ ভারতীয় অর্থনীতির হালহকিকত তুলে ধরে তিনি বলেন, ‘‘যে গতিতে ভারত এগিয়ে চলেছে, তাতে ২০১৮ সালে চিনকে টপকে তাদের বৃদ্ধির সূচক পৌঁছবে ৭.৩ শতাংশে৷

Advertisement

এদিন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন এএসইএএনের সমীক্ষা বলছে, ভারত ও চিনের সূচক ছয় শতাংশের উপর থাকলেও দক্ষিণ-পূর্বের দেশগুলিতে বৃদ্ধির হার গড়ে ৫.২ শতাংশ৷ ফলে, এশিয়া মহাদেশের সার্বিক উন্নয়নের জন্য ৫৬ কোটি মানুষের বসবাসকারী এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্বের দেশগুলির উপর বাড়তি গুরুত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে৷ মূলত, ভারত-চিনের উপর থেকে গুরুত্ব সরিয়ে পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে বাড়তি অনুদান পৌঁছে দেওয়া ও বেশি মাত্রা অর্থ সরবরাহ করার কথাও এদিন জানান প্রেসিডেন্ট টেকহিকো নাকো৷

Advertisement

এদিনের বার্ষিক অনুষ্ঠানে গোটা এশিয়া মহাদেশের গড় বৃদ্ধির সূচক প্রকাশ করা হয়৷ গত বছর ২০১৭ সালের বৃদ্ধির ছিল ৬.১ শতাংশ৷ এবছর সেই সূচক খানিকটা কমে দাঁড়াতে পারে ৬ শতাংশের কাছাকাছি৷ এদিন রিপোর্ট প্রকাশ করে এশিয়া উন্নয়ন ব্যাংকের তরফে আশা প্রকাশ করা হয়, গত বছর ভারতের বৃদ্ধির সূচক ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে চলতি অর্থবর্ষে তা দাঁড়িয়েছে ৭.৬ শতাংশে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ