Advertisement
Advertisement
Narendra Modi

অপারেশন সিঁদুরের পর প্রথম বিদেশ সফর, কানাডা-সহ ৩ দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন জি৭ বৈঠকে

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ক্রোয়েশিয়া ও সাইপ্রাস যাচ্ছেন নরেন্দ্র মোদি।

After Cyprus, Canada Narendra Modi will visit Croatia as a first Indian PM

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:June 14, 2025 10:21 pm
  • Updated:June 14, 2025 10:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত এই সফরে সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া এই তিন দেশে যাবেন মোদি। এর মধ্যে কানাডায় জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাইপ্রাস ও ক্রোয়েশিয়া দুই দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এই যাত্রার মূল লক্ষ্য।

Advertisement

বিদেশমন্ত্রকের তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী, আগামী ১৫ জুন সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া যাবেন প্রধানমন্ত্রী। সেখানকার প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডসের আমন্ত্রণে প্রথমবার এই দেশে যাচ্ছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। এখানকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বিদেশমন্ত্রকের মতে ভারত-সাইপ্রাসের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি ভূমধ্যসাগরীয় অঞ্চল ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও বাড়ানোর লক্ষ্যে এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সেখান থেকে হয়ে প্রধানমন্ত্রী দ্বিতীয় গন্তব্য হবে কানাডা। ১৬ ও ১৭ জুন কানাডার কানানাস্কিস শহরে অনুষ্ঠিত হতে চলেছে জি৭ বৈঠক। সেখানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। খালিস্তানি ইস্যু ঘিরে দুই দেশের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের পরে এটি মোদির প্রথম কানাডা সফর। তাই এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলেও কৌতূহলের শেষ নেই। কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যাচ্ছেন মোদি। কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

কানাডা সফর সেরে ১৮ জুন প্রধানমন্ত্রীর গন্তব্য হবে ক্রোয়েশিয়া। প্রথম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্রোয়েশিয়া যাবেন নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফর। এখানকার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের আমন্ত্রণে এই দেশে যাচ্ছেন মোদি। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। এমনিতেই ভারত ও ক্রোয়েশিয়ার মধ্যে ঐতিহ্যগতভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই সফর বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement