সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী সোনম রঘুবংশীর বিরুদ্ধে। শিলংয়ের একটি হোমস্টে থেকে স্কুটিতে চেপে নিরুদ্দেশ হয়েছিল রাজা-সোনম। দিন সাতেক পর খাদ থেকে উদ্ধার হয় রাজার পচা-গলা দেহ। এই ঘটনার জেরে এবার উত্তরপূর্বের রাজ্যে ব্যক্তিগত মালিকানার গাড়ি (দুই এবং চার চাকা) ভাড়ায় খাটানো কঠোর ভাবে নিষিদ্ধ হল। সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। হতে পারে মোটা অঙ্কের জরিমানাও।
গত ১৩ জুন মণিপুরের ট্রান্সপোর্ট কমিশনার ডেভিড ডি সাংমা একটি নির্দেশিকা জারি করেছে। সেখানেই বলা হয়েছে, মেঘালয়ের কোনও সংস্থা ব্যক্তিগত মালিকানাধীন বাইক বা গাড়ি ভাড়া দিতে পারবেন না। সরকারির বিজ্ঞপ্তিতে ১৯৮৮ সালের মোটর ভেহিকেল অ্যাক্টের উল্লেখ করা হয়েছে। যার ৬৬ ধারা অনুযায়ী পারমিট থাকতে হবে যানটির। ১৯২এ ধারায় বাণিজ্যিক ব্যবহার করলে জরিমানা হবে। ২০৭ ধারা অনুযায়ী এর অন্যথা হলে দু’চাকা এবং চার চাকা গাড়িগুলিকে বাজেয়াপ্ত করা হবে। সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দেশিকা না মানা হলে অভিযুক্তের জেল পর্যন্ত হতে পারে।
গত ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হন তাঁরা। এই ঘটনার ১১ দিন পর একটি জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার পচা-গলা দেহ। তবে খোঁজ মেলেনি সোনমের। এরই মাঝে গাজিপুর থেকে বাড়িতে ফোন করেন সোনম। সেই ফোনের সূত্র ধরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সোনমের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে যে জায়গায় রাজাকে খুন করা হয়েছিল সোমবার সেখান থেকে একটি দা উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, অসমের গুয়াহাটি রেল স্টেশন থেকে ওই দা টি কেনা হয়েছিল। ওই অস্ত্র দিয়েই একাধিক কোপ মেরে হত্যা করা হয়েছিল রাজাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.