Advertisement
Advertisement
Vijay Rupani

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান।

Air India plane crash Vijay Rupani passes away
Published by: Biswadip Dey
  • Posted:June 12, 2025 7:54 pm
  • Updated:June 12, 2025 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় কেউই বেঁচে নেই। ওই বিমানেই ছিলেন বিজয়। যাত্রীদের তালিকায় ১২ নম্বরে নাম ছিল তাঁর। প্রসঙ্গত, ২০১৬ সালের আগস্ট মাস থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানি। ২০২২ নির্বাচনের আগে, ২০২১ সালেই পদত্যাগ করেন তিনি।

Advertisement

বিজেপি সাংসদ সম্বিৎ পাত্র এক্স হ্যান্ডলে এই সংবাদ জানিয়ে শোকপ্রকাশ করেছেন। জানিয়েছেন, বিজয় রূপানির প্রয়াণ কেবল গুজরাটেরই নয়, ভারতীয় রাজনীতির জন্যই অপূরণীয় ক্ষতি। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘আহমেদাবাদে হওয়া দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রবীণ সদস্য বিজয় রূপানির মর্মান্তিক মৃত্যুর খবরটি অত্যন্ত পীড়াদায়ক। ওঁর প্রয়াণ কেবল গুজরাট নয়, ভারতীয় রাজনীতির এক অপূরণীয় ক্ষতি। মহাপ্রভু জগন্নাথ ওঁর আত্মাকে তাঁর শ্রীচরণে স্থান দিন এবং এই কঠিন সময়ে ওঁর পরিবার ও সমর্থকদের ধৈর্য ও শক্তি দিন।’

উল্লেখ্য, বিজয় রূপানির জন্ম ১৯৫৬ সালের ২ আগস্ট, মায়ানমারে। ছয়ের দশকে বার্মার অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর পরিবার ভারতের রাজকোটে আসে। অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের হয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে পা রাখেন তিনি। এরপর আরএসএস এবং জনসংঘে যোগদান। এমার্জেন্সির সময়ে ১১ মাস জেলেও থাকতে হয়েছে। ছাড়া পাওয়ার পর আরএসএসের প্রচারকের দায়িত্ব পান। ধীরে ধীরে রাজনীতিবিদ হিসেবে তিনি উল্লেখযোগ্য হয়ে ওঠেন। ২০১৬ সালের ৭ আগস্ট গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। ২০২১ সালে ইস্তফা দেন। তাঁর স্থলাভিষিক্ত হন ভুপেন্দ্রভাই প্যাটেল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement