মহাকুম্ভে স্নান সপা সাংসদ অখিলেশ যাদবের।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে মহাকুম্ভে পা রাখলেন সপা সাংসদ অখিলেশ যাদব। রবিবার প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ১১ বার ডুব দিলেন সপা প্রধান। অখিলেশের পুণ্যস্নানের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ার প্রকাশ্যে এনেছে সমাজবাদী পার্টি। তবে এতদিন পর অখিলেশের মহাকুম্ভে পা রাখার ঘটনা ‘রাজনৈতিক মোক্ষ’ বলে কটাক্ষ করেছে বিজেপি।
১২ বছর পর মহাকুম্ভের আয়োজিত হচ্ছে প্রয়াগরাজে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের বিরাট এই উৎসব। যা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। কোটি কোটি মানুষের আস্থার মহাকুম্ভে বিজেপি নেতাদের ভিড় দেখা গেলেও বিরোধীদলের কাউকে সেভাবে দেখা যায়নি প্রয়াগরাজে। সেই ধারা ভেঙে মঙ্গলবার সেখানে উপস্থিত হন অখিলেশ। মহাকুম্ভে ডুব দিয়ে স্নান করার পর সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা অখিলেশের পিতা মুলায়ম সিং যাদবের মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর কুম্ভে উপস্থিত পুণ্যার্থী ও সাধু-সন্তদের সঙ্গেও সাক্ষাৎ করেন অখিলেশ।
माननीय राष्ट्रीय अध्यक्ष श्री अखिलेश यादव जी ने प्रयागराज में महाकुंभ के अवसर पर संगम में आस्था की डुबकी लगाई। pic.twitter.com/OAC8MYV5vr
— Samajwadi Party (@samajwadiparty) January 26, 2025
পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সাধারণতন্ত্র দিবসের শুভ মুহূর্তে সঙ্গমে ১১ ডুব দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। আজকের বিশেষ দিনে ভেদাভেদ ভুলে, সৌভাতৃত্ব ও সহনশীলতাকে সঙ্গী করে দেশ গঠনের প্রতিজ্ঞা করা উচিত আমাদের।” পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, “এর আগে যখন কুম্ভের আয়োজন করা হয়েছিল তখন উত্তরপ্রদেশে আমাদের সরকার ছিল।”
তবে বিরোধী নেতার এই কুম্ভ স্নানকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, আসলে মহাকুম্ভ হল হিন্দু ঐক্যের এক বিরাট প্রদর্শন। হিন্দুদের এই একতা দেখে ভয় পেয়েছেন অখিলেশ যাদব। যার জেরেই রাজনীতিই মোক্ষলাভে কুম্ভে ডুব দিয়েছেন তিনি। উদ্দেশ্য হিন্দুভোট নিজের দিকে টানা। তবে সপার মাফিয়ারাজ ও তোষণের রাজনীতি উত্তরপ্রদেশ আগেই দেখেছে। ফলে এই ডুবে বিশেষ কাজ হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.