Advertisement
Advertisement
Anubrata Mondal

গরুপাচার মামলায় জামিন অনুব্রত মণ্ডলের, জেলমুক্তি হবে?

প্রায় ২ বছর ধরে তিহাড়ে বন্দি বোলপুরের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে বারবার দাবি করেছিলেন, ভোট মিটলেই জামিন দেওয়া হবে কেষ্টকে। কার্যত তাই সত্যি হল।

Anubrata Mondal gets bail in CBI case

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 30, 2024 11:57 am
  • Updated:July 30, 2024 6:02 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: অবশেষে গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না। সিবিআইয়ের মামলায় শর্তসাপেক্ষে অনুব্রতর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে ইডির মামলায় জামিন মেলেনি। ফলে আপাতত জেলেই থাকতে হবে কেষ্টকে।

দীর্ঘদিন ধরেই গরুপাচার মামলার তদন্তে সিবিআই-ইডি। বোলপুরের তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতেও একাধিকবার তল্লাশি চালানো হয়। পরবর্তীতে ২০২২ সালের ১১ আগস্ট টানা জেরার পর নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে। একই মামলায় আরও অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল। তালিকায় রয়েছেন অনুব্রতকন্যা সুকন্যাও। গ্রেপ্তারির পর তিহাড় জেলে পাঠানো হয় অনুব্রতকে। একাধিকবার তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। অবশেষে সিবিআইয়ের মামলায় অনুব্রতর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে বেশ কিছু শর্ত রয়েছে। তদন্তে সহযোগিতা না করলে বাতিল করা হতে পারে জামিনও।

Advertisement

[আরও পড়ুন: গরুপাচার কাণ্ড: CBI মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, জেলমুক্তি হবে?]

কিন্তু সিবিআইয়ের মামলায় জামিন মিললেও এখনই জেলমুক্তি হচ্ছে না অনুব্রতর। কারণ, ইডির মামলায় জামিন পাননি তিনি। ফলে আপাতত তিহাড়েই থাকতে হবে কেষ্টকে। প্রসঙ্গত, অনুব্রতর গ্রেপ্তারির পর থেকে একাধিকবার তার হয়ে সওয়াল করেছেন। দাবি করেছেন চক্রান্ত করা হয়েছে। এমনকী ভোট থেকে দূরে রাখতে অনুব্রতকে বন্দি করে রাখা হয়েছে বলেছিলেন তিনি। দাবি করেছিলেন, ভোট মিটলেই জামিন দেওয়া হবে অনুব্রতকে। কার্যত সেই দাবিই সত্যি হল।

[আরও পড়ুন: ওয়ানড় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, আর্থিক সাহায্য ঘোষণা মোদির

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement