Advertisement
Advertisement

Breaking News

হিমাচলে তুষারঝড়ে মৃত্যু জওয়ানের, নিখোঁজ ৫

বাড়তে পারে মৃতের সংখ্যা।

Avalanche hits Army patrol, 5 missing
Published by: Sayani Sen
  • Posted:February 21, 2019 1:22 pm
  • Updated:February 21, 2019 2:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  তুষারঝড়ে বিপর্যস্ত কিন্নর৷ মৃত্যু হল এক সেনা জওয়ানের৷ এই ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ পাঁচজন জওয়ান৷ তাঁদের খোঁজে চলছে তল্লাশি৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ 

   [সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি ২৬ ফেব্রুয়ারি]

বুধবার হিমাচল প্রদেশের কিন্নরে ভারত-চীন সীমান্তের কাছে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েন ভারতীয় সেনাবাহিনীর ১৬ জন জওয়ান। তুষারঝড়ের তীব্রতায় বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েন জওয়ানরা। এরপর তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। একজন জওয়ানকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। তুষারঝড়ের ঘটনার পর থেকে খোঁজ মেলেনি ৫ জওয়ানের। বুধবার দীর্ঘক্ষণ তল্লাশির পরেও খোঁজ মেলেনি তাদের। বৃহস্পতিবার সকালে শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও বেপাত্তা ৫ জওয়ান। তুষারঝড়ে নিখোঁজ জওয়ানদের মৃত্যুর আশঙ্কা করছে উদ্ধারকারীরা।

Advertisement

[৭১ জন শহিদের নাম শরীরে ট্যাটু করলেন রাজস্থানের যুবক]

বৃহস্পতিবার সকাল থেকেই ফের শুরু হয়েছে উদ্ধার কাজ। প্রবল তুষারপাতের মাঝেই নিখোঁজ জওয়ানদের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রায় ২৫০ জওয়ান। চারপাশে বরফে মোড়া, হিমাঙ্কের নিচে তাপমাত্রা যার ফলে বেশ সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদেরও। নিখোঁজ সেনাদের তল্লাশিতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে হিমাচল প্রদেশের সরকার। কিন্নরের কমিশনারকে পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর জানুয়ারি মাসেও এরকমই এক তুষারঝড়ের কবলে পড়েছিল সেনাবাহিনী। ভোররাতে কাশ্মীরের পুঞ্চ সেক্টরে আছড়ে পড়েছিল তুষারঝড়। ওই ধসে মৃত্যু হয়েছিল এক জওয়ানের। 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ