Advertisement
Advertisement
Death Threats

বাবা সিদ্দিকি হত্যার এক মাসের মধ্যে ছেলে জিশানকে খুনের হুমকি, সলমনও নিশানায়

নয়ডা থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক।

Baba Siddique's son and Salman Khan receive death threats
Published by: Kishore Ghosh
  • Posted:October 29, 2024 2:18 pm
  • Updated:October 29, 2024 2:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস খানেক আগে মৃত্যু হয়েছে এনসিপি নেতা বাবা সিদ্দিকির। এবার খুনের হুমকি পেলেন সিদ্দিকি-পুত্র জিশান। এইসঙ্গে খুনের হুমকি দেওয়া হয়েছে অভিনেতা সলমন খানকেও। অভিযোগ মেলামাত্র তদন্তে নামে মুম্বই পুলিশ। ইতিমধ্যে নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

বাবা সিদ্দিকির ছেলে জিশান মুম্বইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক। পুলিশে দায়ের করা অভিযোগ জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তাঁর বান্দ্রার অফিসে একটি বেওয়ারিশ নম্বর থেকে ফোন আসে। ফোনে জিশানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। সিদ্দিকি-ঘনিষ্ঠ বলিউড অভিনেতা সলমন খানকেও হুমকি দেওয়া হয়। যদিও নির্মলনগর থানায় অভিযোগ দায়ের হতেই ব্যবস্থা নেয় পুলিশ। নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে ২০ বছরের অভিযুক্ত যুবককে।

Advertisement

গত ১২ অক্টোবর আততায়ীদের গুলিতে খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি। খুনের ঘটনায় ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের আগে বাবা সিদ্দিকি এবং ছেলে জিশানকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে মহারাষ্ট্র। সম্প্রতি অজিত পওয়ার গোষ্ঠীর এনসিপিতে যোগ দিয়েছেন জিশান। বান্দ্রা-পূর্ব কেন্দ্রে তাঁকে প্রার্থী করার কথা ভাবছে দল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement