সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুতই আপনার মানিব্যাগে ঢুকতে চলেছে ২০০০ টাকার নোট৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়া নোট বাজারে আনার সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছে৷
ইতিমধ্যে নতুন নোট ছাপা হয়ে গিয়েছে৷ মাইসুরুর কারেন্সি প্রিন্টিং প্রেসে নতুন নোট ছাপানোর কাজ শেষ হয়েছে৷ নতুন নোটগুলি বাজারে আনতে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করছে রিজার্ভ ব্যাঙ্ক!
৫০০ ও ১০০০ টাকার নোট থাকা সত্ত্বেও ২০০০ টাকার নোট ছাপানো ও বাজারে আনার কৌশল কতটা সফল হবে সে বিষয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে৷ কারণ, বড় অঙ্কের নোট জাল হতে পারে, এই ভয়ে নিতে চান না বহু খুচরো ও পাইকারি বিক্রেতা৷
এর আগে ১৯৩৮ ও ১৯৫৪ সালে সর্বোচ্চ মূল্যের নোট বাজারে এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ সে সময় বাজারে আত্মপ্রকাশ করে ১০ হাজার টাকার নোট৷ কিন্তু সেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছিল৷ সব নোট ফিরিয়ে নিতে বাধ্য হয় রিজার্ভ ব্যাঙ্ক৷ ১৯৪৬ ও ১৯৭৮-এ নোটগুলি ফিরিয়ে নেওয়া হয়৷
এখন প্রশ্ন হল, কেন্দ্রীয় সরকার না রিজার্ভ ব্যাঙ্ক- কার পরিকল্পনায় এই নতুন ২০০০ টাকার নোট বাজারে আনা হচ্ছে? সেটা স্পষ্ট নয় কারণ, দু’পক্ষই এ বিষয়ে নীরব৷
তবে সূত্রের খবর, বড় অঙ্কের নোট ছাপতে খরচ তুলনামূলক কম হয়৷ যেমন, একটি হাজার টাকার নোট ছাপতে খরচ হয় মাত্র ৩ টাকার কিছু বেশি৷ তুলনায় ছোট অঙ্কের নোট ছাপতে খরচ বেশি হয়৷ তাই কেন্দ্রের এই নতুন সিদ্ধান্ত৷