প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দীর্ঘ বছর পর। সেই সূত্রে কথোপকথন, প্রেম ও ঘনিষ্ঠতা। তবে স্কুলের বন্ধু যে এত বড় প্রতারক হয়ে উঠতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠতা ও গোপন মুহূর্তের ভিডিও তুলে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহন কুমার নামে পুরানো এক বন্ধুর সঙ্গে দীর্ঘ বছর পর আলাপ ও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বেঙ্গালুরুর এক তরুণীর। মোহন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নানা জায়গায় বেড়াতে নিয়ে যায়। সেখানে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলে। বিষয়টি জানতে পারলেও প্রেমিককে অবিশ্বাস করেননি তরুণী। যদিও কিছুদিন পরেই নিজের স্বরূপ ধরেন মোহন। অভিযোগ, সেই গোপন মুহূর্তের ভিডিওকে হাতিয়ার করে ব্ল্যাকমেল করতে থাকেন। এভাবেই প্রায় আড়াই কোটি টাকা তরুণীর কাছ থেকে হাতিয়ে নেন অভিযুক্ত মোহন।
তরুণীর অভিযোগ, তাঁর পরিবার যে স্বচ্ছল সে কথা আগে থেকে জানতেন মোহন। সেই মতো প্রেমের সম্পর্ক তৈরি ও গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল করা শুরু করে। প্রথমে অভিযুক্তের দাবি মতো দেড় কোটি টাকা দেওয়া হয়। পরে আরও এক কোটি ৩২ লক্ষ টাকা দেওয়া হয়। এর পাশাপাশি দামি ঘড়ি, সোনা-হিরের গয়না ও দামি গাড়ি আদায় করে অভিযুক্ত। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকায় শেষে পুলিশের দ্বারস্থ হন তরুণী। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তাঁর কাছ থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.