সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠল হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের কস্তুরবা হাসপাতালে।
অভিযুক্ত চিকিৎসকের নাম ডক্টর সুনীল কুমার। মঙ্গলবারই তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, ট্রেনি লেটারের অনুমোদন নিতে গেলেই নার্সকে ঘনিষ্ঠ হতে বাধ্য করে ওই চিকিৎসক। এমনকী, হোয়াটসঅ্যাপেও আপত্তিকর মেসেজ পাঠাতে থাকে।
[এই কারণেই জেলে গরু রাখছে হরিয়ানা সরকার]
নির্যাতিতা নার্স জানিয়েছেন, ওই হাসপাতালে ট্রেনি হিসেবে কাজে যোগ দেন তিনি। বেশ কিছুদিন হল তাঁর প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার প্রমাণ হিসেবেই চিঠিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের স্বাক্ষরের দরকার ছিল। তাঁর অনুমোদনের জন্যই আধিকারিকের কেবিনে যান তিনি। তখনই তাঁকে ঘনিষ্ঠ হতে বাধ্য করে অভিযুক্ত চিকিৎসক। এরপর প্রায়ই হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ পাঠাতে থাকে। কেবিনে ডেকে প্রায়শই তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করত ওই চিকিৎসক। দীর্ঘদিন ধরে এই ঘটনা চলতে থাকলে একপ্রকার বাধ্য হয়েই পুলিশের দারস্থ হন তিনি।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মুখ্য স্বাস্থ আধিকারিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে।