Advertisement
Advertisement
Bihar

‘বিহার এক ব্যর্থ রাজ্য’, চার আসনে হারতেই ‘সাফাই’ প্রশান্ত কিশোরের

পাশাপাশি প্রশান্ত কিশোরের দাবি, আগামী বছর বিহার নির্বাচনে জিতবে তাঁর দলই।

'Bihar a failed state', Prashant Kishor to Bihari community
Published by: Biswadip Dey
  • Posted:November 25, 2024 8:11 pm
  • Updated:November 25, 2024 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে জিততে না পারলে বিহার ‘ব্যাঁকা’! প্রাচীন প্রবাদটি একটু বদলে দেওয়া যেতে পারে প্রশান্ত কিশোরের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তিনি বলেছেন, ”বিহার আক্ষরিক অর্থেই একটি ব্যর্থ রাজ্য।” সম্প্রতি উপনির্বাচনে লড়াইয়ে নেমে চারটি আসনের সব কটিতেই হেরেছে তাঁর দল জন সুরাজ। আর তার পরই এমন মন্তব্য করতে দেখা গেল তাঁকে। পাশাপাশি প্রশান্ত কিশোরের দাবি, আগামী বছর বিহার নির্বাচনে জিতবে তাঁর দলই।

মঙ্গলবার জন সুরাজের মার্কিন শাখা খোলার সময় মার্কিন মুলুকে বসবাসকারী বিহারীদের সামনে ভার্চুয়াল বক্তব্য রাখার সময় প্রশান্ত বলেন, ”আমরা বুঝতে পেরেছি বিহার আক্ষরিক অর্থেই একটি ব্যর্থ রাজ্য। যদি বিহার একটা দেশ হত, তাহলে তা বিশ্বের সবচেয়ে জনবহুল একাদশতম দেশ হত। আমরা জাপানকেও সম্প্রতি পিছনে ফেলে দিয়েছি জনসংখ্যার নিরিখে।” তাঁর মতে, বিহারের সবচেয়ে বড় সামাজিক সমস্যা হল, যে গোটা সমাজই ‘আশাহত’ হয়ে পড়েছে রাজ্যের উন্নতির সম্ভাবনার বিষয়ে। তবে সেই সঙ্গেই তিনি আশাবাদী এখনও সব শেষ হয়ে যায়নি।

Advertisement

প্রশান্তের কথায়, ”কিছু আশা অবশ্যই রয়েছে। কিন্তু ২০২৫ সালে যদি জন সুরাজ ক্ষমতাতেও চলে আসে এবং আমরা প্রচুর পরিশ্রমও করি, তাহলেও বিহার যদি ২০২৯-৩০ সালের মধ্যে একটি মধ্যম উপার্জন ক্ষমতাসম্পন্ন রাজ্য হতে পারে সেটা বিরাট ব্যাপার হবে। আক্ষরিক অর্থেই, আজকের সমস্ত উন্নয়ন পরিকাঠামো অনুযায়ী এটা একটা ব্যর্থ রাজ্য।”

গত ২ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে রাজনীতির মাঠে নেমেছিল পিকের দল জন সুরাজ। সেদিনই প্রশান্ত কিশোর ঘোষণা করে দিয়েছিলেন, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে বিহারের ২৪৩টি আসনেই লড়বে তাঁর দল। তবে ফাইনাল পরীক্ষার আগে জন সুরাজের কাছে অ্যাসিড টেস্ট ছিল ৪ কেন্দ্রের উপনির্বাচন। সেখানে ডাহা ফেল করেছে তারা। আর তার পরই আগামী বছর জেতার দাবি করার পাশাপাশি বিহারকে ‘ব্যর্থ রাজ্য’ বলে তোপ দাগলেন প্রশান্ত কিশোর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement