Advertisement
Advertisement

Breaking News

Congress

নতুন সদর দপ্তরের নামেও পরিবারবাদ, মনমোহনকে অপমান কংগ্রেসের! খোঁচা বিজেপির

বুধবার হাত শিবিরের নতুন ভবনের উদ্বোধন করলেন সোনিয়া গান্ধী।

BJP attacks Congress for naming new office Indira Bhawan
Published by: Biswadip Dey
  • Posted:January 15, 2025 11:49 am
  • Updated:January 15, 2025 12:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ আকবর রোড। গত ৪৭ বছর ধরে কংগ্রেসের সদর দপ্তরের ঠিকানা ছিল এটাই। কিন্তু সেই ঠিকানা এবার থেকে ৯-এ কোটলা রোড। নতুন সদর দপ্তরের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী নতুন ভবনের উদ্বোধন করেছেন বুধবারই। কিন্তু তার আগেই বিতর্ক ছড়াল ভবনের বাইরে টাঙানো পোস্টার থেকে। যেখানে দাবি করা হয়েছে, এই ভবনের নাম দেওয়া উচিত ছিল ‘সর্দার মনমোহন সিং ভবন’।

বিজেপির তরফেই ওই পোস্টার টাঙানো হয়েছে। পদ্ম শিবিরের দাবি, কংগ্রেস পিভি নরসিমা রাও ও প্রণব মুখোপাধ্যায়কে অপমান করেছে। অসম্মানিত মনমোহনও। কেননা নতুন ভবনের নামকরণের ক্ষেত্রে সেই গান্ধী পরিবারকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কংগ্রেস মনমোহন সিংয়ের সম্মান নিয়ে নোংরা রাজনীতি করেছে। কিন্তু নিজেদের সদর দপ্তরের নামকরণের ক্ষেত্রে তাঁর নামটিকেই অগ্রাহ্য করল। নাম দিল ইন্দিরা গান্ধীর নামে। এটা শিখ সম্প্রদায়কে অবমাননা ও অসম্মান করার মতো লজ্জাজনক মানসিকতা। সব সময়ই পরিবার আগে… নরসিমা রাও, আম্বেদকর, প্রণবদা এবং কংগ্রেসের সব বিখ্যাত নেতাদেরই অপমান করা হল।’

Advertisement

দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরের কাছেই কংগ্রেসের সদর দপ্তর তৈরি হয়েছে। তবে ঠিকানায় দীনদয়ালের ছোঁয়া বাঁচাতে কংগ্রেস দপ্তরে ঠিকানা ও মূল প্রবেশপথ পাশের কোটলা রোডের দিকে। দলের তরফে দাবি করা হচ্ছে, অতীত ঐতিহ্য বজায় রেখেই অত্যাধুনিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে। কিন্তু বিজেপি খোঁচা দিল ভবনের নাম নিয়ে। আসলে মনমোহনের প্রয়াণের পর স্মৃতিসৌধর জমি নিয়ে কং-বিজেপি দ্বন্দ্বের পর এভাবেই তাদের পালটা দিল পদ্ম শিবির, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement