Advertisement
Advertisement
Hyderabad

ঘরে পড়ে ছেলের পচাগলা দেহ, ৪ দিন ধরে টেরই পেলেন না দৃষ্টিহীন মা-বাবা!

মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Blind parents spent four days with dead son in Hyderabad

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 29, 2024 7:58 pm
  • Updated:October 29, 2024 7:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৃষ্টিহীন মা-বাবার ‘যষ্ঠি’  ছিল যুবক পুত্র। অথচ তাঁদেরই অগোচরে ঘরের ভিতরে পড়ে রইল তাঁর নিথর দেহ। চার দিন কেটে যাওয়ার পর ঘরময় দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই সামনে এল করুণ পরিণতি। মর্মান্তিক এই ঘটনা হায়দরাবাদের নাগোলের ব্লাইন্ডস কলোনির।

জানা গিয়েছে, ওই এলাকায় ছেলে প্রমোদকে নিয়ে থাকতেন এক দৃষ্টিহীন দম্পতি। প্রমোদই বাবা-মায়ের দেখাশোনা করতেন। কিন্তু সোমবার প্রতিবেশিরা তাঁদের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় দম্পতিকে। পাশের ঘরেই পড়েছিল প্রমোদের পচাগলা দেহ।  

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে যে প্রমোদের মৃত্যু দিন চারেক আগেই হয়েছে। বাবা-মায়ের জন্য তিনিই রান্না করতেন। নিজের হাতে খাইয়ে দিতেন। কিন্তু দৃষ্টিহীন হওয়ায় ছেলের মৃত্যু টের পাননি তাঁরা। চার দিন না খাওয়ার কারণে অচৈতন্য হয়ে পড়েন দম্পতি। তবে প্রমোদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির বড় ছেলে রয়েছে। তিনি অন্য এক এলাকায় থাকেন। খবর দেওয়া তাঁকে। আপাতত ওই দম্পতিকে তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে। তদন্তকারীদের অনুমান, ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে প্রমোদের। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টি স্পষ্ট হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement