Advertisement
Advertisement
Delhi

‘আল্লা দেখছেন…’, হাড়হিম করা হুমকি মেল! এক সপ্তাহে তিনবার বোমাতঙ্ক দিল্লির স্কুলে

পরপর দুদিন রাজধানীর স্কুলে বোমাতঙ্ক ছড়াল।

Bomb threat in Delhi school for third time in a week

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 14, 2024 9:23 am
  • Updated:December 14, 2024 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র সাতদিন। তার মধ্যেই তিনবার বোমাতঙ্ক ছড়াল দিল্লির স্কুলে। সপ্তাহের শুরুতে সোমবার বোমা রাখা রয়েছে বলে ভুয়ো ইমেল আসে একাধিক স্কুলের কাছে। সপ্তাহান্তে শুক্রবার এবং শনিবার পরপর দুদিন বোমাতঙ্ক ছড়াল দিল্লিতে। শনিবার সকালেও একাধিক স্কুলকে বার্তা দেওয়া হয়, বোমা রাখা আছে বিদ্যালয় চত্বরে। খবর পেয়েই স্কুলগুলিতে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

দিল্লি দমকল বিভাগ সূত্রে খবর, শনিবার সকাল ৬টা ১০ নাগাদ আর কে পুরম এলাকার দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখা আছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে তল্লাশি শুরু হয়। উল্লেখ্য়, সোমবারও এই স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। এছাড়াও রায়ান ইন্টারন্যাশনাল স্কুলেও বোমা রয়েছে বলে খবর ছড়ায়। তারপরেই দমকল বিভাগের সঙ্গে তল্লাশিতে নেমে পড়ে দিল্লি পুলিশ। স্কুলগুলোতে যায় ডগ স্কোয়াডও। এখনও পর্যন্ত স্কুলে বোমা মেলেনি বলেই সূত্রের খবর। তবে পুলিশ সূত্রে খবর, ব্যারি আল্লা নামে এক ব্যক্তির মেল আইডি থেকে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে দিল্লির স্কুলগুলোতে। হুমকি ইমেলে লেখা, ‘আল্লা দেখছেন তোমরা কীভাবে তাঁর শাস্তি এড়ানোর চেষ্টা করছ। কিন্তু কোনও মানুষ আল্লাকে এড়াতে পারে না।’

উল্লেখ্য, শুক্রবারও দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা আছে বলে আতঙ্ক ছড়ায়। পূর্ব কৈলাশের দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল, কেম্ব্রিজ স্কুল-সহ ছটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। অধিকাংশ ক্ষেত্রেই পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি অভিভাবকদের মেসেজ করা হয়, তাঁরা যেন ছেলেমেয়েদের স্কুলে না পাঠান। হুমকি ইমেলে বলা হয়, স্কুলে একাধিক বিস্ফোরক রাখা আছে। ওই ইমেলে আরও বলা হয়, স্কুলগুলিতে বোমা রাখার পিছনে রয়েছে ‘সিক্রেট ডার্ক ওয়েব’ নামের একটি দুষ্কৃতী গোষ্ঠী। সোমবারেও একইভাবে দিল্লির ৪০টি স্কুলে বোমা রাখার খবর ছড়ায়। তবে কোনও ক্ষেত্রেই বোমা মেলেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement