সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহরু-গান্ধীদের জীবন, তাঁদের আদর্শ নিয়ে লেখা বই বিক্রি করা যাবে না। ‘অঘোষিত’ নির্দেশিকা। সেই নির্দেশিকা না মানায় বইমেলা আয়োজনের অনুমতি দিয়েও শেষবেলায় প্রত্যাহার করে নিল উত্তরাখণ্ডের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।
‘ক্রিয়েটিভ উত্তরাখণ্ড’ নামের একটি সংগঠন প্রতিবছর গাড়ওয়াল এলাকায় একটি বইমেলার আয়োজন করে। ‘কিতাব কৌতুক’ নামের ওই বইমেলায় মূলত ধর্মনিরপেক্ষ ভাবধারার বই বিক্রি করা হয়। গান্ধী এবং নেহরুর জীবন এবং আদর্শ নিয়ে লিখিত বই বিক্রি করা হয়। এই ‘কিতাব কৌতুক’ নামের বইমেলাটি এলাকায় বেশ জনপ্রিয়। মূলত উত্তরাখণ্ডের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এইচএনবি গাড়ওয়াল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই এই মেলার আয়োজন হয়।
আয়োজকদের দাবি, জানুয়ারি মাসে ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে গভর্নমেন্ট গার্লস ইন্টার কলেজে এবারের মেলা আয়োজনের কথা ছিল। সেইমতো অনুমতিও নেওয়া হয়। প্রথমে আয়োজকদের মেলা ফেব্রুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দিতে বলা হয়। কিন্তু ফেব্রুয়ারিতে মেলার অনুমতিই বাতিল করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের দাবি, সামনে পরীক্ষা তাই পড়ুয়ারাই ক্যাম্পাসে মেলা চাইছিলেন না।
আয়োজকদের অবশ্য দাবি, মূলত এবিভিপির আপত্তিতে মেলার অনুমতি দেওয়া হয়নি। সংঘের ছাত্র সংগঠনের তরফে আয়োজকদের বলা হয়েছে, গান্ধী-নেহরুদের নিয়ে কোনও বই বিক্রি করা যাবে না। এবিভিপির চাপেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেলার অনুমতি প্রত্যাহার করেছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে বইমেলার আয়োজক ‘ক্রিয়েটিভ উত্তরাখণ্ড’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মেলার আয়োজন করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও কোনও মাঠে মেলার অনুমতি দেওয়া হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.