Advertisement
Advertisement

Breaking News

৭১-এর ইন্দো-পাক যুদ্ধের নায়ক ব্রিগেডিয়ার চাঁদপুরির জীবনাবসান

পাকিস্তানকে পরাস্ত করেছিলেন, কিন্তু হার মানলেন জীবনযুদ্ধে৷

Brigadier Kuldip Singh Chandpuri died
Published by: Tanujit Das
  • Posted:November 17, 2018 6:00 pm
  • Updated:November 17, 2018 6:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনাবসান হল ব্রিগেডিয়ার কূলদীপ সিং চাঁদপুরির৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৷ দীর্ঘদিন ধরেই ক্যানসার রোগে ভুগছিলেন তিনি৷ শনিবার পাঞ্জাবের মোহালির ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের এই বীর সন্তান৷ ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে, তাঁর কৌশলের সামনে কার্যত মাথা তুলে দাঁড়াতে পারেনি পাক সেনা৷ নিজের প্রাণ বাজি রেখে তিনি রক্ষা করেছিলেন ভারতীয় সেনার লোঙ্গেওয়ালা বর্ডার পোস্টকে৷ শত্রুর হাত থেকে তিনি বাঁচিয়েছিলেন দেশের মাটিকে৷ ‘বর্ডার’ সিনেমায় তাঁর চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছিল বলি অভিনেতা সানি দেওলকে৷

[মন্দির নয়, বিকাশেই ভরসা! মধ্যপ্রদেশে বিজেপির ইস্তেহারে একাধিক চমক]

Advertisement

Advertisement

“আমরা অন্যের দেশের দিকে তাকাই না৷ কিন্তু এতটাও অকর্মণ্য সন্তান নই আমরা যে, আমাদের দেশ মাতার দিকে কেউ চোখ তুলে তাকালে, আমরা চুপচাপ বসে থাকব৷” ‘বর্ডার’ সিনেমায় সানি দেওলের মুখে এই সংলাপ শুনলে এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে৷ যুদ্ধক্ষেত্রে এমন জোশের সঙ্গেই শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করেছিলেন ব্রিগেডিয়ার কূলদীপ সিং চাঁদপুরি৷ ওই যুদ্ধে লোঙ্গেওয়ালা পোস্টের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার কূলদীপ সিং চাঁদপুরি৷ হঠাৎ করে তাঁর কাছে খবর আসে যে, লোঙ্গেওয়ালা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বিশাল বাহিনী নিয়ে উপস্থিত হয়েছে পাক সেনা৷ ভারতীয় ভূখণ্ডে প্রবেশের উদ্দেশ্যে এগোচ্ছে তারা৷ সঙ্গে সঙ্গে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি শুরু করে দেন চাঁদপুরি৷ তাঁর কাছে মজুত সীমিত সেনাবল নিয়েই পাক সেনার মোকাবিলা করার কৌশল বাতলে ফেলেন তিনি৷ আমরণ পাক সেনাদের আটকে রাখার অঙ্গীকার করে, সহ-যোদ্ধাদের উদ্বুদ্ধ করেন তিনি৷ মাত্র একশো জন ভারতীয় জওয়ানকে সঙ্গে নিয়ে অত্যাধুনিক রণসজ্জায় সজ্জিত দু’হাজার পাক সেনাকে পরাস্ত করেন তিনি৷ তাঁর পরাক্রমের কাছে মাথা নত করে,  পিছু হঠতে বাধ্য হয় পাক সেনা৷

[এবার ‘রামরাজ্য’-এর দাবিতে সরব আরএসএস প্রধান]

তাৎক্ষণিক বুদ্ধিতে পরিস্থিতিকে কাজে লাগিয়ে দেশ মাতার আব্রু রক্ষা করেন ব্রিগেডিয়ার কূলদীপ সিং চাঁদপুরি৷ লোঙ্গেওয়ালা যুদ্ধে এই অবদানের জন্য তাঁকে ভারতীয় সেনার দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব সম্মান মহাবীর চক্র প্রদান করে ভারত সরকার৷ কূলদীপ সিং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ চাঁদপুরিকে ‘বীর সেনা’ বলে সম্মান জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ