Advertisement
Advertisement
Cyber Crime

হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে ফাঁদ পেতে ১১৭ কোটির প্রতারণা! সিবিআই নজরে ৩ হাজার অ্যাকাউন্ট

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র বলছে, এই প্রতারণাচক্র নিয়ন্ত্রিত হচ্ছে বিদেশ থেকে। তবে প্রতারকদের এপিসেন্টার দিল্লি-এনসিআর এলাকা। বুধবারও প্রতারকদের সন্ধানে ১০ জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই।

CBI conducts searches in Delhi-NCR over 117 crore cyber crime case
Published by: Subhajit Mandal
  • Posted:December 5, 2024 10:14 am
  • Updated:December 5, 2024 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে ফাঁদ। ১১৭ কোটি টাকার সাইবার প্রতারণা! তদন্তে নেমে চক্ষু চড়কগাছ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র বলছে, এই প্রতারণাচক্র নিয়ন্ত্রিত হচ্ছে বিদেশ থেকে। তবে প্রতারকদের এপিসেন্টার দিল্লি-এনসিআর এলাকা। সব মিলিয়ে ৩ হাজারেরও বেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রয়েছে সিবিআইয়ের।

সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তের সূত্রপাত হয়। স্বরাষ্ট্রমন্ত্রকই প্রথম অভিযোগ জানায়। তদন্তে নেমে সিবিআইয়ের আধিকারিকরা রীতিমতো চমকে যান। জানা যায়, একই রকমভাবে প্রতারণার শিকার হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। সব মিলিয়ে প্রতারণার অঙ্কটা ১১৭ কোটি টাকা।

Advertisement

সিবিআই জানাচ্ছে, এই প্রতারণাচক্রটি পরিচালিত হয় বিদেশ থেকে। দুবাই-সহ আমিরশাহীর কয়েকটি শহর থেকে বিভিন্ন ওয়েবসাইট, টেলিগ্রাম এবং হোয়াটস্‌অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের টোপ দেওয়া হয়। কখনও কাজের টোপ, কখনও সামান্য বিনিয়োগে বিরাট রিটার্নের টোপ। সেই ফাঁদে পা দিয়ে ব্যক্তিগত তথ্য দিলেই সর্বস্বান্ত হতেন প্রতারিতরা। এই প্রতারণার জন্য তৃতীয় কোনও ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করা হত। এই ধরনের ৩২৯৫টি ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন নজরে আসে গোয়েন্দাদের।

বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা জানতে পারেন, পুরো চক্রের সঙ্গে ১০ জন ভারতীয়ও জড়িত। ওই সন্দেহভাজন ১০ জনের ১০টি ঠিকানায় প্রথমে শনিবার তল্লাশি চালানো হয়। ওই ঠিকানাগুলি মূলত দিল্লি-এনসিআর এলাকায়। বুধবারও ওই ঠিকানাগুলিতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা। দেশের বাইরে আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত জানার চেষ্টা করছে সিবিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement