ফাইল ছবি
সংবাদ প্রতদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে সরকার বদলের পরই এবার বড় অভিযান সিবিআইয়ের। দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে পরিবহণ দপ্তরের ৬ আধিকারিককে গ্রেপ্তার করল। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ওই ৬ আধিকারিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসছিল। যার জেরেই মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে তাঁদের।
‘দুর্নীতিকারীদের রেহাত করা হবে না’, দিল্লি জয়ের পর প্রাক্তন আপ সরকারকে নিশানায় নিয়ে ঠিক এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। সেই মতো পালাবদলের পর ‘জঞ্জাল’ সাফাইয়ে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আসছিল, প্রাথমিক তদন্তে এই দুর্নীতির অভিযোগের নেপথ্যে প্রমাণ পাওয়ার পরই মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। চলছে জিজ্ঞাসাবাদ।
পাশাপাশি তদন্তকারীদের দাবি, খাঁকি উর্দির অপব্যবহার করে রাস্তায় যাতায়াত করা গাড়ির অন্যায়ভাবে চালান কাটতেন পরিবহণ দপ্তরের কিছু কর্মী। দিনের পর দিন চলছিল এই কারবার। এই মামলায় বুধবার সকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, এই অভিযুক্তরা উপরতলার আধিকারিকদের এই টাকার বখরা পাঠাতো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে জানানো হয়েছে এজেন্সির তরফে।
উল্লেখ্য, দিল্লির ‘আম আদমি পার্টি’র সরকার দুর্নীতিতে ডুবে রয়েছে বলে বার বার অভিযোগ তুলেছিল বিজেপি। আবগারি থেকে শিক্ষা, নানা ইস্যুতে প্রাক্তন সরকারের বহু আমলা ও মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। জেলে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে তাঁর সরকারের অন্যান্য মন্ত্রীরা। জামিনে মুক্তি পেলেও নির্বাচনের হারের পর গদি খোয়াতে হয়েছে আপকে। তবে দুর্নীতিকারীদের যে রেহাত করা হবে না সেটাও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আপের পতনের পর সেই ধারায় এবার প্রথম অভিযান চলল দিল্লিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.