Advertisement
Advertisement

Breaking News

গণধর্ষণের শিকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সিবিএসই টপার, অভিযুক্ত ১২

প্রধানমন্ত্রী তাঁকে বলেছিলেন, 'বেটি বাঁচো, বেটি পড়ো'৷

CBSE topper gang-raped in Haryana
Published by: Tanujit Das
  • Posted:September 14, 2018 11:57 am
  • Updated:September 14, 2018 11:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণধর্ষণের শিকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মেধাবী ছাত্রী৷ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহেন্দ্রপুর জেলার কানিনা গ্রামে৷ ঘটনায় অভিযুক্ত ১২ জন৷ জানা গিয়েছে, টিউশন ক্লাস থেকে বাড়ি ফেরার পথে প্রথমে অপহরণ করা হয় তাঁকে৷ এরপর নির্জন এলাকায় নিয়ে গিয়ে চলে অমানবিক অত্যাচার৷ সিবিএসই পরীক্ষায় হরিয়ানার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন ১৯ বছরের ওই ছাত্রী৷ এরপরেই রাষ্ট্রপতি পুরস্কার পান তিনি৷ পুলিশের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ এনেছে নির্যাতিতার পরিবার৷

[ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্বঘোষিত ধর্মগুরু, আটক ছেলেও]

Advertisement

 

জানা গিয়েছে, নির্যাতিতার বাড়ি মহেন্দ্রপুর জেলারই রেওয়ারি গ্রামে৷ কেবল রাষ্ট্রপতি পুরস্কারই পাননি তিনি, সিবিএসই-তে রাজ্যে প্রথম হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারও পান৷ বর্তমানে রেলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি৷ পাশের গ্রাম কানিনাতে টিউশন পড়তে যান৷ অভিযোগ, বুধবার টিউশন থেকে বাড়ি ফেরার পথে তাঁকে অপহরণ করে কয়েকজন ব্যক্তি৷ তাঁকে নিয়ে যাওয়া হয় অনেক দূরে একটা নির্জন এলাকায়৷ সেখানেই তাঁকে গণধর্ষণ করে ১২ জন৷ এরপর তাঁকে কানিনা বাস স্ট্যান্ডের কাছে ফেলে রেখে যায় অভিযুক্তরা৷ অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন পথচারীরা৷ তাঁরাই উদ্ধার করে ওই ছাত্রীকে হাসপাতালে ভরতি করেন৷ খবর দেওয়া হয় তাঁর পরিবারকে৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী৷

নির্যাতিতার পরিবার সূত্রে খবর, অত্যাচারের পর ওই ছাত্রীর মুখ বন্ধ করতে চায় অভিযুক্তরা৷ তাঁকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি৷ ইতিমধ্যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার৷ অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে একাধিক থানায় ঘুরতে হচ্ছে তাঁদের৷ কোনও থানাই অভিযোগ দায়ের করতে চাইছে না৷ ফলে ঘটনায় এখনও কোনও অভিযোগ জমা হয়নি বলে সূত্রের খবর৷ মেয়ের দোষীদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার মা৷

[যাত্রী পরিষেবায় আরও উন্নতি, স্টেশনে হবে বাতানুকূল শৌচালয়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ