Advertisement
Advertisement
Madhya Pradesh

বিশ্বাসের বলি! ‘বাবা’র রুদ্রাক্ষে অসুখ সারানোর আশায় আশ্রমে গিয়ে মৃত্যু শিশু ও মহিলার

‘বাবা’র দেওয়া রুদ্রাক্ষ ও জড়িবুটিতে সারবে অসুখ, বিশ্বাস ভক্তদের।

Child and Woman Die Of Illness At
Published by: Kishore Ghosh
  • Posted:February 18, 2023 2:47 pm
  • Updated:February 18, 2023 2:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশু। তাকে সুস্থ করে তুলতে অলৌকিক বিশ্বাসে আস্থা রেখেছিলেন দম্পতি। কিন্তু পরিণতি হল মর্মান্তিক। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুবেরেশ্বর ধামে ‘বাবা’র থানে পৌঁছে মৃত্যু হল শিশুটির। ‘বাবা’র দেওয়া রুদ্রাক্ষ ও জড়িবুটিতে সারবে কঠিন অসুখ, এই বিশ্বাসে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। তাদের মধ্যে আরও এক মহিলারও মৃত্যু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মধ্যপ্রদেশের বাসিন্দা ‘শিব মহাপুরাণ’ কথক প্রদীপ মিশ্রের বহু ভক্ত রয়েছে। সম্প্রতি রুদ্রাক্ষ ও জড়িবুটি বিলি করার কথা ঘোষণা করেন ‘মিশ্রজি’। ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি রুদ্রাক্ষ বিলির আয়োজন করা হয়। ভক্তদের বিশ্বাস এতেই সারবে কঠিন অসুখ-বালাই। ফলে সেখানে প্রতি দিন হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। যাদের মধ্যে অনেকেই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তাঁদের মধ্যে ছিল সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক শিশু এবং এক অসুস্থ মহিলা।

Advertisement

[আরও পড়ুন: ‘কামান গর্জে উঠলেই পাকিস্তান গায়েব হয়ে যাবে’, হুঙ্কার যোগী আদিত্যনাথের]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র (Maharashtra) থেকে মধ্যপ্রদেশের কুবেরেশ্বর ধামে অসুস্থ শিশুকে নিয়ে এসেছিলেন এক দম্পতি। যদিও আশ্রমে আসার পরে আরও অসুস্থ হয়ে পড়ে শিশু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। অন্যদিকে ‘মিশ্রজি’-র শরণাপন্ন হওয়া ৫২ বছর বয়সি এক মহিলারও মৃত্যু হয়েছে বৃহস্পতিবার।

Advertisement

[আরও পড়ুন: দিনের পর দিন অশালীন ভাষায় আক্রমণ স্ত্রীর, স্বামীর বিচ্ছেদের মামলায় সায় দিল্লি হাই কোর্টের]

পুলিশের দাবি, শিশু ও মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও ভক্তদের ভিড় কিছুমাত্র কমেনি ওই আশ্রমে। দূরদূরান্ত লোকে ছুটে আসছেন অলৌকিক কিছু ঘটার আশায়। ওই এলাকায় এত বেশি ভিড় হচ্ছে যে এলাকায় যানজট তৈরি হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ